নয়াদিল্লি : একবছর পরই জাপানের টোকিওতে শুরু হতে চলেছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। তাই আগামী মাস থেকেই টোকিও অলিম্পিকের দামামা বেজে যাচ্ছে। কারণ আগামি ১৫ জুন থেকে বিদেশি দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু করছে টোকিও অলিম্পিকের আয়োজক সংস্থা। তবে ইতিমধ্যেই জাপানবাসীদের জন্য অলিম্পিকের প্রথম রাউন্ডের টিকিট বিক্রি শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকেই।
নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে অলিম্পিকের টিকিটের দাম কত? আয়োজক সংস্থা জানাচ্ছে এবারের টোকিও অলিম্পিক দেখতে হলে খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় ৮০০০ টাকার কাছাকাছি। তবে টিকিটের দাম শুরু হচ্ছে ২৫০০ জাপানি ইয়েন অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৬০০ টাকার মতো। সর্বোচ্চ টিকিটের দাম ৩ লক্ষ ইয়েন বা ১ লক্ষ ৯২ হাজার টাকা। সবচেয়ে বেশি চাহিদা পুরুষদের ১০০ মিটার দৌড়ে। ফলে এই ইভেন্টের টিকিটের দাম অনেকটাই বেশি। তবে আয়োজক সংস্থা জানিয়েছে শিশু, প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ছাড় থাকবে।