আবুধাবি: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় দলের নেতত্ব ছাড়ার কথা আগেই ঘোষণা করেছিলেন৷ এবার আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছাড়ার কথাও ঘোষণা করে দিলেন বিরাট কোহলি৷ রবিবার রাতে নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো বার্তায় এই সিদ্ধান্তের কথা ভক্তদের জানিয়ে দেন তিনি৷ এবারের আইপিএল-ই অধিনায়ক হিসাবে তাঁর শেষ মরশুম৷ তবে কি আইপিএল-এ আর ব্যাট হাতেও দেখা যাবে না ‘ক্যাপ্টেন’ কোহলিকে?
আরও পড়ুন- ভারতীয় দলের পরবর্তী হেড কোচ হতে পারেন এই মহাতারকা
ভিডিও বার্তায় আরসিবি অধিনায়ককে বলেন, “সমগ্র আরসিবি পরিবার, ব্যাঙ্গালোরের দুর্দান্ত সমর্থক এবং যাঁরা দীর্ঘদিন ধরে আরসিবিকে সমর্থন জানিয়ে এসেছেন, তাঁদের উদ্দেশে আজ একটি বিশেষ ঘোষণা রয়েছে৷ ইতিমধ্যেই দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়ে গিয়েছে৷ আমি সকলকে জানাতে চাই যে, অধিনায়ক হিসেবে আরসিবি-তে এটাই আমার শেষ মরশুম।’’ বিরাট আরও বলেন, ‘‘দলের ম্যানেজমেন্টের সঙ্গেও আমার কথা হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই সিদ্ধান্ত নিয়ে ভাবছিলাম৷ আমার উপর গত কয়েক বছর ধরেই প্রচণ্ড চাপ রয়েছে৷ সেই চাপ কিছুটা কমাতেই এই সিদ্ধান্ত৷ আমার উপর বাকি যে সমস্ত দায়িত্ব রয়েছে সেগুলো ভালোভাবে পালন করতে চাই৷’’
আরও পড়ুন- নৈশভোজের পর হাঁটছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রাক্তন ক্রিকেটারের
অর্থাৎ অধিনায়কত্ব ছাড়লেও খেলা ছাড়ছেন না বিরাট৷ এটা তাঁর ভক্তদের জন্য সুখবর৷ তিনি এও জানিয়ে দিয়েছেন, যতদিন আইপিএল খেলবেন, ততদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়েই ব্যাট ধরবেন৷ লাল কালো জার্সিতেই দেখা যাবে তাঁকে৷ দলে বদলের প্রশ্ন নেই৷ কিন্তু পরের মরশুমে অধিনায়ক হিসাবে আর দেখা যাবে না বিরাট কোহলিকে৷ উল্লেখ্য, কোহলির নেতৃত্বে আরসিবির জয়ের হার ৪৮ শতাংশ।