৬ বছরে প্রথম, ICC টেস্ট র‌্যাঙ্কিংয়ের প্রথম দশ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

৬ বছরে প্রথম, ICC টেস্ট র‌্যাঙ্কিংয়ের প্রথম দশ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

a6bd5ae99a48c832c55e208a2ac628c2

নয়াদিল্লি: দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিরাট কোহলির৷ বাইশ গজে ব্যাট হাতে দাপিয়ে বেড়ানো বিরাটের হাতে এখন রানের খরা৷ এক সময় বিশ্ব টেস্ট ক্রমতালিকার শীর্ষস্থানে থাকা বিরাট ছিটকে গেলেন প্রথম দশ থেকে৷ আইসিসির (ICC) সর্বশেষ টেস্ট ব়্যাঙ্কিং-এ প্রথম দশে নেই প্রাক্তন অধিনায়ক৷ 

আরও পড়ুন- কেরিয়ারের শেষ উইম্বলডনে প্রথমবার মিক্সড ডাবলস সেমিতে সানিয়া, ইতিহাসের হাতছানি

নিজের ক্রিকেটীয় কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট৷ ক্রিকেটের কোনও ফরম্যাটেই ব্যাট হাতে জ্বলে উঠতে পারছেন না তিনি৷ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন প্রায় ৩ বছর আগে। তাও আবার ঘরের মাঠে৷ প্রতিপক্ষ ছিল বাংলাদেশ৷ তারপর থেকে না সীমিত ওভারের ক্রিকেট বা টেস্ট ক্রিকেট, কোনও ফরম্যাটেই ফর্মে ফিরতে পারছেন না এই ব্যাটার৷ এমনকী এবছর আইপিএলেও- ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ কোহলি। অনুরাগীদের আশা ছিল, অন্তত ইংল্যান্ডের বিরুদ্ধে ফের চেনা ছন্দে দেখা যাবে বিরাটকে৷ কিন্তু সেটাও হল না। ক্রমাগত ব্যর্থতার জেরেই গত ৬ বছরে এই প্রথম আইসিসি টেস্ট ক্রমতালিকায় প্রথম দশের বাইরে ছিটকে গেলেন তিনি। বিরাটের আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং ১৩৷ এক ধাক্কায় অনেকটা নেমে গেলেন বিরাট৷