Aajbikel

চোখে কালশিটে দাগ, নাকে ব্যান্ডেড, কপাল-গালে কাটা দাগ! এ কী হল বিরাটের?

 | 
বিরাট

 নয়াদিল্লি: সারা মুখে আঘাতের চিহ্ন৷ বাঁ চোখে কালশিটে দাগ৷ মনে হচ্ছে কেউ বুঝি খুব মেরেছে৷ কিন্তু হঠাৎকী হল বিরাট কোহলির? মুখের এ কী হাল! কোনও দুর্ঘটনার কবলে পড়েছিলেন না কি? না কি পড়ে গিয়ে চোট লাগল?  নিজেই অবশ্য নিজের অবস্থার কথা জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক কিং কোহলি।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট যে ছবি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, চোখ মুখের পাশাপাশি নাকের উপরেও  ব্যান্ডেড লাগানো রয়েছে। অর্থাৎ, নাকেও চোট লেগেছে তাঁর।  কপালে ও ডান দিকের গালেও কাটা দাগ৷ এই অবস্থাতেও কিন্তু মুখে হাসি৷ সঙ্গে বাঁ হাত তুলে ভিকট্রি সাইনও দেখান অনুষ্কার স্বামী। ব্যাপারটা কী? ক্যাপশনে লিখেছেন, ‘‘আপনাদের উচিত অন্য লোকটাকে দেখা।’’ বিরাটের এই ছবি দেখে তাঁর ভক্তরা পড়েছেন চিন্তায়৷ বাড়ছে ধোঁয়াশায়। এত আঘাত লাগলে কী ভাবে? কিন্তু বিরাটের মুখে তো হাসি! কী ভাবেই বা চোট নিয়ে ভিকট্রি চিহ্ন দেখাচ্ছেন? আসল বিষয়টা হল, একটি বিজ্ঞাপনের জন্য এই রূপ নিতে হয়েছে তাঁকে৷ সে কথা অবশ্য বিরাটের ইনস্টাগ্রাম স্টোরি থেকেই স্পষ্ট৷ বিরাটের টি-শার্ট থেকেও বিষয়টি বোঝা যাচ্ছে।
 

Around The Web

Trending News

You May like