Aajbikel

জন্মদিনে সেঞ্চুরি, ইডেনে আজীবন থেকে যাবেন বিরাট

 | 
বিরাট

কলকাতা: চলতি বিশ্বকাপে আপাতত দূরন্ত পারফর্মেন্স করেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। দলের অপরাজিত থাকার পিছনে তাঁর অবদান তো আছেই, নিজের ব্যক্তিগত রেকর্ডও ইতিমধ্যে করে ফেলেছেন তিনি। গত রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করে ওয়ানডে ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি করেছেন বিরাট, আর ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের নজির। সেই সেঞ্চুরি এসেছিল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনসে। তাই সিএবির পক্ষ থেকে নেওয়া হল বড় উদ্যোগ। 

ইডেন গার্ডেনসে দেশবিদেশের একাধিক কিংবদন্তির ছবি আছে। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ... কে নেই। এবার তাঁদের সঙ্গেই দেখা যাবে বিরাট কোহলিকে। জানা গিয়েছে, ইডেনের মূল ফটকের ওপরেই বসানো হচ্ছে 'কিং' কোহলির ছবি। আসলে যাদের ছবি ইডেনে রয়েছে সেগুলি তাঁদের কোনও না কোনও ঐতিহাসিক মুহূর্তের। সেই প্রেক্ষিতে শতরান করে শচীন তেণ্ডুলকরের রেকর্ড ছোঁয়া অবশ্যভাবে বিরল ব্যাপার। তাই সেই মুহূর্ত ছবি আকারে চিরতরে থেকে যাবে ইডেনে।

১৯৮৩ সালের বিশ্বকাপ হাতে কপিল দেবের ছবি থেকে শুরু করে, ২০০১ সালের দ্রাবিড়-লক্ষ্মণের ঐতিহাসিক পার্টনারশিপ, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় থেকে 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বিশতরান, সমস্ত ছবিই রয়েছে ক্রিকেটের নন্দনকাননে। এবার তার পাশে জায়গা করে নিলেন 'চেজ মাস্টার' বিরাট কোহলি।  

Around The Web

Trending News

You May like