ইতিহাস! একই ম্যাচে শচীনের জোড়া রেকর্ড ভাঙলেন কোহলি

ইতিহাস! একই ম্যাচে শচীনের জোড়া রেকর্ড ভাঙলেন কোহলি

virat kohli

মুম্বই: কলকাতার ইডেন গার্ডেনসে তাঁকে ছুঁয়েছিলেন শুধু। বুধবার বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচে সেঞ্চুরি করে তাঁকে টপকে গেলেন। ওডিআই ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় শচীন তেন্ডুলকর এবং বিরাট কোহলি আপাতত একই স্থানে ছিলেন (৪৯)। কিন্তু বুধবারের ম্যাচে সেঞ্চুরি করে মাস্টার ব্লাস্টারকে টপকে গেলেন কিং কোহলি। এদিন নিজের জীবনের ৫০টি সেঞ্চুরি সম্পন্ন করলেন বিরাট। পাশাপাশি ভাঙলেন শচীনের অন্য আরও একটি রেকর্ড। 

বিশ্বকাপের এক সংস্করণে এতদিন সর্বাধিক রান ছিলেন ভারতের শচীন তেন্ডুলকরের। ২০০৩ বিশ্বকাপে শচীন করেছিলেন ৬৭৩ রান। আজকের ম্যাচে তাঁর সেঞ্চুরির রেকর্ডের পাশাপাশি এই রেকর্ডও ভেঙে দিলেন বিরাট কোহলি। ৩৩.৩ ওভারে গ্লেন ফিলপসের বলে এক রান নিয়ে ৬৭৪ রান করে ফেলেন তিনি। তারপর তো এই ম্যাচে শতরান করে শচীনের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছেন বিরাট।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *