Aajbikel

সেঞ্চুরির 'হাফ সেঞ্চুরি' কোহলির, ক্রিকেটের ঈশ্বরের সামনে ঝুঁকলেন 'রাজা'

 | 
virat_sachin

মুম্বই: একদিনের ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় বুধবার ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকরকে টপকে গিয়েছেন ক্রিকেটের রাজা বিরাট কোহলি। কলকাতার ইডেন গার্ডেনসে তাঁকে ছুঁয়েছিলেন শুধু। ৪৯টি সেঞ্চুরি করে শচীনের সঙ্গে এক স্থানে চলে এসেছিলেন কোহলি। কিন্তু আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লেখা হল নতুন ইতিহাস। ৫০ তম সেঞ্চুরি করে শচীনকেই টপকে গেলেন বিরাট। আর এই কীর্তি করার সঙ্গে সঙ্গেই নিজের 'ভগবান'কে কুর্নিশ জানালেন তিনি। 

৯৯ রানে ব্যাট করার সময় থেকেই স্টেডিয়ামে 'কোহলিইইইই, কোহলিইইইই' চিৎকার হতে শুরু করে দিয়েছে। ঠিক ওই সময়ই সকলে বুঝে গিয়েছিল যে ইতিহাস সৃষ্টি হতে চলেছে। এরপরই শুরু একটা দৌড়, এক রানের জন্য। ব্যস। গোটা স্টেডিয়াম যেন ফেটে পড়ল বিরাট কোহলির নামে। মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভাঙলেন যে! তবে আজ শতরান করেই আগে হেলমেট, গ্লাভস খুলে দু’হাত তুলে শচীনকে প্রণাম জানান বিরাট, হাত ঝুঁকিয়ে কুর্নিশ করেন। বিরাট কোহলির এই কীর্তির দিনে তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন শচীন তেন্ডুলকর। জানিয়েছেন, এই প্রথম বিরাট তাঁকে প্রণাম করেননি। 

Around The Web

Trending News

You May like