virat kohli
কলকাতা: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বে ব্যর্থ হয়েছিলেন। সেই ম্যাচ অবশ্য পরিত্যক্ত হয়েছিল। কিন্তু তাঁর ফর্ম নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন অনুগতরা। তবে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ৪-এ জ্বলে উঠে নিজের জাত চেনালেন বিরাট কোহলি। শুধু জ্বলে উঠলেন বলা ভুল হবে, ৯ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে শতরান করলেন তিনি। পাশাপাশি আরও একটি নজির গড়ে ফেললেন। এই ইনিংসের জেরেই একদিনের ক্রিকেটে ১৩ হাজার রান করলেন বিরাট, তাও দ্রুততম ব্যাটার হিসাবে। এদিন ১২২ রানের ঝকঝকে অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।
রবিবার ভারতের ইনিংসের ২৪.১ ওভারের মাথায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। সেই ম্যাচ আর শুরু করা যায়নি। রোহিত শর্মারা তখন ২ উইকেটে ১৪৭ রানে ছিলেন। আজ সেখান থেকেই খেলা শুরু হয়। ওপেনিং জুটিতে রোহিত শর্মা এবং শুভমন গিল দুজনেই অর্ধশতরান ৫৬ এবং ৫৮ করেন। মিডল অর্ডারে বিরাট-রাহুল জুটির পর আর পিছন ফিরে তাকায়নি ভারত। গতকাল ৮ রানে অপরাজিত থাকার পর আজ পাকিস্তানী বোলারদের কোনও রকম পাত্তাই দেননি কোহলি। রাহুলের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনি। একটা সময়ে দু’জনেই আগ্রাসী খেলতে থাকেন। তার ফল আজ পেল টিম ইন্ডিয়া। দুজনেই শতরান করেছেন।
প্রসঙ্গত, আজকের শতরান করে ২৭৭ ইনিংসে ১৩ হাজার রান করলেন বিরাট কোহলি। তার জেরে টপকে গেলেন মাস্টার ব্লাস্টারস সচিন তেন্ডুলকরকে, যিনি ৩২১ ইনিংসে ১৩ হাজার রান করেছিলেন। এছাড়া একদিনের ক্রিকেটে এটা ৪৭তম শতরান কোহলির। শীর্ষে থাকা সচিনের থেকে আর দু’টি শতরান পিছনে তিনি।