১০ মাস বেতন পাননি বিরাট-রোহিতরা, কেলেঙ্কারি বিশ্বের ধনী ক্রিকেট বোর্ডে

১০ মাস বেতন পাননি বিরাট-রোহিতরা, কেলেঙ্কারি বিশ্বের ধনী ক্রিকেট বোর্ডে

নয়াদিল্লি: এটাও সম্ভব? বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট সংস্থা বিসিসিআই, তার  ক্রিকেটারদের বেতন দেয়নি ১০ মাস! উদাসীনতা, না কি কেলেঙ্কারি? গত দশ মাস ধরে ভারতীয় ক্রিকেটাররা বেতন পাননি, একটি ইংরাজি দৈনিকে প্রকাশিত খবর নাড়িয়ে দিয়েছে গোটা ক্রিকেটবিশ্বকে৷

ওই ইংরেজি দৈনিকের দাবি, গত বছর অক্টোবর থেকে বিরাট, রোহিতদের বেতন আটকে রয়েছে৷ ক্রিকেটারদের বেতন দিতে অনিহা দেখা দিয়েছে বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট সংস্থা বিসিসিআইয়ের৷ এই খবর ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে৷ তবে ক্রিকেট বোর্ডের তরফে এখনও কিছু জানানো হয়নি৷ জানা গিয়েছে,  বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট সংস্থা বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন ২৭ জন ক্রিকেটার৷ প্রতি ৪ মাস অন্তর বেতন পান তাঁরা৷ তাতে বোর্ডের বার্ষিক খরচ হয় প্রায় ৯৯ কোটি টাকা৷

বেতন না পেয়ে ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার ওই ইংরাজি দৈনিককে জানিয়েছে, তাঁরা গত ১০ মাস একটিও টাকা বেতন হিসাবে পাননি৷ গত মার্চে বোর্ড কর্তারা জানিয়েছিলেন, ক্রিকেটারদের বেতন মিটিয়ে দেওয়া হবে৷ কিন্তু, তা এখনও করা হয়নি৷ করোনা পরিস্থিতি চার মাস কেটে গেলেও মেলেনি বেতন৷ বারাট, রোহিতরা বেতন থেকে বঞ্চিত থেকে গিয়েছেন৷

২০১৮ সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী, নগদ ও ব্যাংকের হিসাব মিলিয়ে মোট ৫ হাজার ৫২৬ কোটি টাকা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের হাতে৷ স্থায়ী আমানতের পরিমাণ প্রায় ২ হাজার ৯৯২ কোটি টাকা৷ ২০১৮ সালে সম্প্রচারকারী সংস্থার সঙ্গে নয়া চুক্তির ফলে বিসিসিআই প্রায় ৬ হাজা ১৩৮ কোটি টাকা হাতে পেয়েছে৷ হাজার কোটি টাকা আয়ের পরও কেন ক্রিকেটারদের প্রাপ্য বেতন দেওয়া হচ্ছে না? ভারতীয় ক্রিকেট বোর্ডের মতো ক্রিকেটাররাও এখন পড়েছেন ডামাডোলে৷ কেননা, সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহর মেয়াদ শেষ হয়ে গিয়েছে৷ তাঁরা আদৌ ওই পদে থাকতে পারবেন কিনা তা নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপরে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =