জোড়া শতরান পাকিস্তানের বিরুদ্ধে, বিরাট-রাহুল জুটির বিধ্বংসী ব্যাটিং

কলকাতা: গ্রুপ পর্বে ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে সুপার ৪-এ জ্বলে উঠলেন ভারতের বিরাট কোহলি। শুধু জ্বলে উঠলেন বলা ভুল হবে, ৯ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে শতরান করলেন তিনি। পাশাপাশি এই ইনিংসের জরেই একদিনের ক্রিকেটে ১৩ হাজার রান করলেন বিরাট। অন্যদিকে আজ শতরান করেছেন কে এল রাহুলও। দু'জনের স্কোর যথাক্রমে ১২২ এবং ১১১। দুজনেই অপরাজিত। সব মিলিয়ে ৫০ ওভারে ভারতের স্কোর হয়েছে ৩৫৬-২।
এদিন শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছিল ইন্ডিয়া। গতকাল ৮ রানে অপরাজিত থাকার পর আজ পাকিস্তানী বোলারদের কোনও রকম পাত্তাই দেননি কোহলি। রাহুলের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনি। একটা সময়ে দু’জনেই আগ্রাসী খেলতে থাকেন। তার ফল আজ পেল টিম ইন্ডিয়া। যদিও শুরুটাও ভালোই হয়েছিল ভারতের। ওপেনিং জুটিতে রোহিত শর্মা এবং শুভমন গিল দুজনেই অর্ধশতরান ৫৬ এবং ৫৮ করেন। মিডল অর্ডারে বিরাট-রাহুল জুটির পর আর পিছন ফিরে তাকায়নি ভারত। সবশেষে রানের পাহাড়ে শেষ হয় এই ইনিংস।
উল্লেখ্য, রবিবার ভারতের ইনিংসের ২৪.১ ওভারের মাথায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। সেই ম্যাচ আর শুরু করা যায়নি। রোহিত শর্মারা তখন ২ উইকেটে ১৪৭ রানে ছিলেন। আজ সেখান থেকেই খেলা শুরু হয়। এখন দেখার এই ম্যাচ কত সহজে বের করে নিতে পারে টিম ইন্ডিয়া।