প্যারিস থেকে দেশে ফিরলেন ভিনেশ, পুষ্পবৃষ্টিতে স্বাগত, চোখের জলে ভাসলেন কুস্তিগির

নয়াদিল্লি: প্যারিসে পদক নিশ্চিত ছিল৷ তবে একেবারে শেষ মুহূর্তে ঘটে অঘটন৷ মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় ফাইনাল ম্যাচ থেকে ছিটকে যান ভারতীয় কুস্তিগির ভিনেশ…

vinesh come back

নয়াদিল্লি: প্যারিসে পদক নিশ্চিত ছিল৷ তবে একেবারে শেষ মুহূর্তে ঘটে অঘটন৷ মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায় ফাইনাল ম্যাচ থেকে ছিটকে যান ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাট৷ এর পর রৌপ পদকের জন্য আবেদন জানান তিনি৷ কিন্তু, সেই আবেদন খারিজ করে দেয় আন্তর্জাতিক ক্রিড়া আদালত৷ এবার দেশে ফিরলেন দঙ্গল কন্যা৷ দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার সমর্থক। উপস্থিত ছিলেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক। ভিনেশ প্যারিস থেকে পদক আনতে পারেননি ঠিকই, তবে এমন আবেগী অভ্যর্থনা দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি কুস্তিগির। কেঁদে ফেলেন তিনি। তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে যান বজরং পুনিয়া ও সাক্ষী মালিক৷ পাশে ছিলেন তাঁর স্বামীও৷ গাড়িতে ওঠার পর সকলের উদ্দেশে হাত নাড়েন ভিনেশ৷ তখনও ছিল চোখে জল৷