রুপো দেওয়া হোক! আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন ভিনেশের, রায় ঘোষণা আজই

নয়াদিল্লি: ওজন ১০০ গ্রাম বেশি৷ সেই কারণেই অলিম্পিক্স ফাইনাল থেকে ছিটকে যান ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাট। ৫০ কেজি বিভাগে লড়ছিলেন তিনি৷ তবে এখনও হাল ছাড়তে…

নয়াদিল্লি: ওজন ১০০ গ্রাম বেশি৷ সেই কারণেই অলিম্পিক্স ফাইনাল থেকে ছিটকে যান ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাট। ৫০ কেজি বিভাগে লড়ছিলেন তিনি৷ তবে এখনও হাল ছাড়তে নারাজ হরিয়ানা হ্যারিকেন৷ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ জানিয়ে রুপোর দাবি করেছেন ভারতীয় কুস্তিগির। আজ, বৃহস্পতিবারই সেই মামলার রায় ঘোষণা।

ভিনেশের দাবি, মঙ্গলবারের ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিলেন তিনি। তখনও পর্যন্ত ওজন নিয়ে কোনও সমস্যা ছিল না। শেষ মুহূর্তে ফাইনালে না খেলতে পারায় তাঁকে অন্তত রুপো দেওয়া হোক। বৃহস্পতিবার এই আবেদনের সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। উল্লেখ্য, ১৯৮৩ সালে গঠিত হয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত। এই আদালতে খেলা সংক্রান্ত কোনও অভিযোগ জানাতে পারেন খেলোয়াররা৷