কলকাতা: বিষয়টি নিয়ে বহুদিনের কৌতূহল। কিন্তু পোক্ত কোনও খবরই এখনও পর্যন্ত মেলেনি। সকলেই জানেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে ছবি তৈরি হতে চলেছে বলিউডে। কিন্তু কবে থেকে তার শুটিং শুরু হবে? কে অভিনয় করবেন সৌরভের চরিত্র? সবকিছু নিয়ে ধোঁয়াশা। তবে এবার হয়তো একটা ভালো খবর অনুরাগীদের জন্য চলে এল। সব ঠিক থাকলে চলতি বছর শেষের দিকেই শুরু হতে চলেছে ‘দাদা’র বায়োপিকের কাজ।
সূত্রের খবর, গত দু’দিন ধরে কলকাতায় রয়েছেন দুই প্রযোজক লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ। ইতিমধ্যেই তারা মহারাজের বেহালার বাড়িতে গিয়েছিলেন এবং চিত্রনাট্য নিয়ে বৈঠক করেছেন। জানা গিয়েছে, আরও বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে আলোচনা হবে বায়োপিকের চিত্রনাট্য নিয়ে, তারপরই সব চূড়ান্ত হবে। আপাতত যা খবর তাতে এই ছবির বাজেট ১৫০ কোটি ধরা হয়েছে। প্রাথমিক অনুমান, ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারি মাস থেকেই সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে। কিন্তু এখনও সবথেকে বড় প্রশ্ন, কে অভিনয় করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে?
” style=”border: 0px; overflow: hidden”” title=”সেক্সি দেখানোর জন্য করেছিলেন প্লাস্টিক সার্জারি, চেহারার এমন হাল হয়েছে এই বলিউড অভিনেত্রীদের!” width=”853″>
মহেন্দ্র সিং ধোনির চরিত্র সুশান্ত সিং রাজপুত যে অভিনয়টা করেছিলেন তা বহুদিন মনে রাখবে সকলে। তিনি যেন পর্দায় হুবহু ‘মাহি’ হয়ে উঠেছিলেন। অবশ্যভাবেই সেই রকম নিখুঁত কাজ ভারতের অন্যতম সেরা অধিনায়কের বায়োপিকের জন্য চাইছেন পরিচালক-প্রযোজকরা। কোনও রকম ঝুঁকি নিতে তারা রাজি নন। তাই অভিনেতা বাছাইয়ের ক্ষেত্রেও সময় নেওয়া হচ্ছে। আগে জানা গিয়েছিল, সৌরভের চরিত্র রণবীর কাপুরকে দেখা যেতে পারে। স্বয়ং দাদাই নাকি তাঁকে পছন্দ করেছেন। কিন্তু মাঝে ভেসে উঠেছিল আয়ুষ্মান খারানার নামও। তবে যতক্ষণ না সরকারি কোনও ঘোষণা হচ্ছে, ততক্ষণ কিছুই বলা অসম্ভব।