গ্লাসগো: আবারও একটা রুদ্বশ্বাস ম্যাচ ইউরো কাপের নকআউটে। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তের গোলে সুইডেনকে ইউরো থেকে ছিটকে দিল ইউক্রেন। ২-১ গোলে সুইডেনকে হারিয়ে ইউরো কাপ ২০২০-এর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইউক্রেন।
স্কটল্যান্ডের গ্লাসগোয় ইউরো কাপের শেষ প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউক্রেন ও সুইডেন। প্রথম থেকেই সেয়ানে-সেয়ানে টক্করে জমে উঠেছিল খেলা। দুই দলই মুহুর্মুহু প্রতিপক্ষের ডি-বক্সের আক্রমণ শানিয়েছে। প্রথমার্ধেই গোলের খাতা খুলে নেয় দুই দল। ২৭ মিনিটে ইউক্রেনের ওলেকসান্দ্র জিনচেনকো দুরন্ত গোল করে দলকে ১-০ এগিয়ে দেন। প্রথমার্ধ শেষের ঠিক দুই মিনিট আগে খেলায় সমতা ফেরায় সুইডিশরা। অনবদ্য গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন সুইডিশ উইংগার এমিল ফর্সবার্গ।
দ্বিতীয়ার্ধে দুই দলই একের পর এক আক্রমণ ও প্রতি-আক্রমণে প্রতিপক্ষের ডি-বক্সে ঝড় তোলে। কিন্তু কোনো দলই অপরপক্ষের জমাট রক্ষণ ভেদ করতে পারেনি। সুইডেনের এমিল ফর্সবার্গের দুটি নিখুঁত জোরালো গোলমুখী শট যদিও গোলপোস্টে লেগে ফিরে আসে। এরপর নির্ধারিত ৯০ মিনিটের পরেও খেলা ১-১ গোলে ড্র থাকলে ম্যাচ অতিরিক্ত সময়ে যায়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও কোনো দল গোলের খুলতে পারেনি। উল্টে ৯৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সুইডিশ ডিফেন্ডার মার্কাস ড্যানিলসন। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে ১২০ মিনিটে চোখের পলকে আক্রমণ তৈরি করে গোল করে ফেলেন আর্তেম ডোভবয়ক। দুর্ভাগ্যবশত শেষ মুহূর্তের অপ্রত্যাশিত গোলে ইউরো কাপ থেকে বিদায় নিতে হল সুইডেনকে।