নেতৃত্ব ছেড়েছেন নিজেই, বাবরকে এবার দল থেকে ‘তাড়াতে’ চাইছে দুই সতীর্থ

নেতৃত্ব ছেড়েছেন নিজেই, বাবরকে এবার দল থেকে ‘তাড়াতে’ চাইছে দুই সতীর্থ

pak cricketer

লাহোর: বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর তিন ফরম্যাটের ক্রিকেটেই নেতৃত্ব ছাড়ার কথা নিজেই ঘোষণা করেছেন বাবর আজম। নেতৃত্ব ছাড়লেও তিনি পাকিস্তানের হয়ে ওয়ান ডে, টেস্ট, টি-২০, তিন ফরম্যাটেই ক্রিকেট খেলবেন বলে জানিয়েছেন। কিন্তু এরই মধ্যে জানা গেল পাকিস্তান দলের মধ্যে কোন্দলের কথা। বাবরকে দল থেকেই ছেঁটে ফেলার দাবি তোলা হয়েছে। আর এই দাবি করেছেন দুই সতীর্থই। 

২০১৯ সালে বাবরকে অধিনায়ক করা হয়েছিল পাকিস্তানের। তারপর থেকে পাকিস্তানের সার্বিক পারফর্মেন্স যে খুব খারাপ গিয়েছে তা নয়। কিন্তু এবারের বিশ্বকাপটাই হয়তো টার্নিং পয়েন্ট হয়েছে বাবরের জন্য বলে মনে করছেন অনেকে। ব্যাটিংয়েও তেমন কিছু করে দেখাতে পারেননি তিনি। তবে অধিনায়কত্ব ছাড়ার পর তাঁকে দল থেকেই এখন ছেঁটে ফেলার দাবি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে আলোচনা শুরু পাক ক্রিকেট মহলে। দলের দুই খেলোয়াড় ইমাদ ওয়াসিম এবং মহম্মদ আমির জানিয়েছেন, টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার যোগ্য নন বাবর আজম। তাই তাঁকে যেন বাদ দেওয়া হয়। 

এ বারের বিশ্বকাপে খেলতে আসার আগে একটা সময় এক দিনের ক্রিকেটে এক নম্বর দল ছিল পাকিস্তান। সেই দল বিশ্বকাপের সেমিফাইনালেই উঠতে পারেনি। ভারতের কাছে তো আবার হারতেই হয়েছে, আফগানিস্তানও তাদের হারিয়েছে এবারে। তাই বাবর নেতৃত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক ঘোষণা করতে বেশি সময় নেয়নি পাক বোর্ড। জানা গিয়েছে, টেস্ট দলের অধিনায়ক হন শান মাসুদ। টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন শাহিন আফ্রিদি। তবে এক দিনের দলকে কে নেতৃত্ব দেবেন, তা ঠিক হয়নি এখনও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + eleven =