Aajbikel

এশিয়া কাপে কোভিড আতঙ্ক! নতুন করে আক্রান্ত দুই ক্রিকেটার

 | 
করোনা

কলকাতা: করোনা ভাইরাস নিয়ে আগের মতো আতঙ্ক এখন আর নেই। মোটামুটি সমস্ত বিধিনিষেধ উঠেও গিয়েছে। কিন্তু এশিয়া কাপের আগে নতুন করে কোভিড আতঙ্ক ছড়াল। কারণ দুই ক্রিকেটার আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। জানা গিয়েছে, শ্রীলঙ্কার দুই ক্রিকেটারের শরীরে পাওয়া গিয়েছে কোভিড ভাইরাস। তারা আপাতত আইসোলেশনে আছেন। কিন্তু বাকি ক্রিকেটাররাও যে আক্রান্ত হতে পারেন তার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে খবর, ওপেনিং ব্যাটার আবিষ্কা ফার্নান্ডো এবং উইকেটরক্ষক-ব্যাটার কুশল পেরেরা করোনা আক্রান্ত হয়েছেন। তবে দু’জনের শারীরিক অবস্থাই স্থিতিশীল। তেমন কোনও অসুবিধা নেই তাদের। কিন্তু বর্তমানে ক্রিকেটের মাঠে বা খেলায় কোভিড-বিধিনিষেধ না থাকায় শ্রীলঙ্কার অন্য ক্রিকেটারদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, এশিয়া কাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ৩১ আগস্ট বাংলাদেশের বিরুদ্ধে। ওই ম্যাচে স্বাভাবিকভাবে এই দুই ক্রিকেটার খেলতে পারবেন না। 

পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় গত বছরের এশিয়া কাপের সময় থেকেই ক্রিকেটারদের আর জৈব বলয়ের মধ্যে থাকতে হয় না। কোভিড সংক্রান্ত কোনও বিধিনিষেধও নেই। ক্রিকেটপ্রেমীদের সঙ্গেও ক্রিকেটাররা আলাপচারিতা করতে পারেন। তাই এই দুই ক্রিকেটার কী ভাবে নতুন করে আক্রান্ত হলেন তা নিয়ে প্রশ্ন। উল্লেখ্য, দুজনেই দ্বিতীয়বার কোভিড আক্রান্ত হয়েছেন।  

Around The Web

Trending News

You May like