১ বছর পিছিয়ে টোকিও অলিম্পিক্স ২০২০’র আসর বসবে ২০২১ সালে

১ বছর পিছিয়ে টোকিও অলিম্পিক্স ২০২০’র আসর বসবে ২০২১ সালে

টোকিও: করোনার জেরে গোটা বিশ্ব আতঙ্কে রয়েছে। একের পর এক টুর্নামেন্ট বন্ধ হয়েছে। এবার টোকিও অলিম্পিক পিছিয়ে গেল এক বছর৷ নয়া সিদ্ধান্তের কথা জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি৷ এর আগে যুদ্ধের কারণে অলিম্পিক বন্ধ হলেও এভাবে একবছর কখনও পিছিয়ে যায়নি৷

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে জানানো হয়েছে, নির্ধারিত সূচি থেকে ঠিক এক বছর পিছিয়ে ২০২১ সালে টোকিও অলিম্পিক্স আয়োজন করা হবে৷ আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ২৩ জুলাই প্যারাঅলিম্পিক গেমস শুরু হবে৷ ২০২১ সালের ২৪ অগাস্ট থেকে ৫ সেপ্টেগম্বর পর্যন্ত চলবে৷ ২০২০ সালের অলিম্পিক পিছিয়ে গেলেও ২০২১ সালের ‘টোকিও অলিম্পিক্স ২০২০’ নাম থাকবে৷ নামে বদলে না হলেও সময় বদলে যাচ্ছে আগামীর অলিম্পিক্স৷

অলিম্পিকে পিছিয়ে যাওয়ার বিষয়ে গবেষকদের একাংশ বলছেন, ইতিহাসে এই প্রথম কোন অলিম্পিক গেমস একবছর পিছিয়ে গেল৷ যুদ্ধের সময় অলিম্পিক বাতিল করা হয়েছিল৷ কিন্তু তা কখনও ১ বছর পিছিয়ে যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *