নয়াদিল্লি : আইসিসি-র নিয়মে বদল। স্লো ওভার-রেটের জন্য আর অধিনায়ককে নিষিদ্ধ করা হবে না। দায় নিতে হবে পুরো দলকে। অর্থাৎ অধিনায়ক এবং বাকি দলের খেলোয়াড়দের একই অংকের অর্থ জরিমানা করা হবে। আর আইসিসির আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপে যে দল ওভাররেটে পিছিয়ে থাকবে, তার কমপিটিশন পয়েন্ট কাটা হবে।
এছাড়া এবার থেকে কোনও খেলোয়াড় মাথায় চোট পেয়ে মাঠ ছাড়লে, তাঁর বদলি নামাতে পারবে দল। লন্ডনে আইসিসির বার্ষিক সভায় এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। এবার অ্যাশেজ দিয়ে শুরু হচ্ছে দীর্ঘমেয়াদি টেস্ট চ্যাম্পিয়নশিপ। অ্যাশেজ থেকেই এই নিয়মগুলি কার্যকরী হবে।