বৃষ্টিতে ভেস্তে গেল পঞ্চম দিনের খেলা, প্রথম টেস্টেই জেতা ম্যাচ ড্র ভারতের

বৃষ্টিতে ভেস্তে গেল পঞ্চম দিনের খেলা, প্রথম টেস্টেই জেতা ম্যাচ ড্র ভারতের

ইংল্যান্ড: খারাপ আবহাওয়া প্রথম টেস্টে নিশ্চিত হারের হাত থেকে বাঁচিয়ে দিল জো রুটের ইংল্যান্ডকে। বৃষ্টির ভ্রুকূটিতে জেতা ম্যাচ ড্র করেই খুশি থাকতে হল ভারতকে। ইংল্যান্ড সফরের প্রথম টেস্টের শেষ দিনে ভারতকে জিততে গেলে ৯৮ ওভারে করতে হতো ১৫৭ রান। যা খুব একটা কষ্টের হতো না রোহিত শর্মাদের জন্য। কারণ, হাতে ছিল ৯টি উইকেট। কিন্তু পঞ্চম দিনে অতিরিক্ত বৃষ্টির জন্য একটি বলও খেলা সম্ভব হল না। পঞ্চম দিনের খেলা পুরোপুরি বাতিল করে দিয়ে ম্যাচ ড্র করিয়ে দেওয়া হল।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংরেজ অধিনায়ক জো রুট। কিন্তু তার সেই সিদ্ধান্ত উল্টে তাকেই ভুগিয়েছে। প্রথম ইনিংসে মাত্র ১৮৩ রানে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৮৩ রান পেরিয়ে স্কোরবোর্ডে ২৭৮ রান জমা করেন ভারতীয় ব্যাটসম্যানরা। ৯৫ রানের পাহাড়প্রমাণ লিডের বোঝা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন ইংরেজরা। অধিনায়ক জো রুটের দুরন্ত শতরানের উপর ভর করে ৩০৩ রান করে থ্রি লায়ন্সরা। জেতার জন্য ভারতের সামনে ২০৯ রানের লক্ষ্য রাখে তাড়া। চতুর্থ দিনের শেষে যার এক চতুর্থাংশ করেও ফেলেছিলেন রোহিতরা। চতুর্থ দিনের খেলার শেষে এক উইকেট খুইয়ে ৫২ রান করেছিল ভারত। জয়ের জন্য পঞ্চম দিনে ৯৮ ওভারে ১৫৭ রান করতে হতো।

কিন্তু দূর্ভাগ্যের বিষয়, পঞ্চম ব্যাটই করতে পারলেন না ভারতের ব্যাটসম্যানরা। খারাপ আবহাওয়া গোটা টেস্ট জুড়েই বিভিন্ন সময়ে খেলায় বাধা দিয়েছে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনেও অনেকটা সময় বৃষ্টির জন্য খেলা বন্ধ ছিল। শেষ দিনে খেলা শুরুই হল না। খারাপ আবহাওয়া একদিকে যেমন হারের লজ্জা থেকে বাঁচিয়ে দিল ইংল্যান্ডকে, অন্যদিকে নিশ্চিত জয় কেড়ে নিল ভারতের কাছ থেকে। ম্যাচের ফলাফল অমীমাংসিতই রয়ে গেল। প্রথম ইনিংসে ৬৪ ও দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করার সুবাদে ম্যাচের সেরা হলেন ইংরেজ অধিনায়ক জো রুট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − one =