নয়াদিল্লি: শেষকৃত্য সম্পন্ন হল রমাকান্ত আচরেকরের৷ দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সচিন তেন্ডুলকরের ছোটবেলার ক্রিকেটগুরু রমাকান্ত আচরেকর৷ বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ শিবাজী পার্কে নিয়ে আসা হয়৷ সেখানেই অসংখ্য ক্রিকেট ছাত্ররা তাঁকে শেষ শ্রদ্ধা জানায়৷
তাঁর কোচিং কেরিয়ারের দুই প্রধান ছাত্র সচিন ও বিনোদ কাম্বলিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়৷ স্যারের উদ্দেশ্যে তাঁর ছাত্ররা শেষযাত্রায় এদিন অমর রহে স্লোগানও তোলেন৷ অন্তিম যাত্রায় গুরু আচরেকরকে কাঁধ দেন সচিন তেন্ডুলকর৷ আচরেকর স্যার তাঁদের সোজা ব্যাটে খেলার এবং সোজা জীবন যাপনের শিক্ষা দিয়ে গেছেন। জীবনের একটা বৃহৎ সমসয় আমার সাথে কাটানোর জন্য আমি ওনার কাছে ঋণী। উনি যেখানেই থাকুন ভাল থাকুন, স্যার সম্পর্কে বলতে গিয়ে মন্তব্য করেন সচিন।