আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম তো সবারই জানা৷ কিন্তু এই স্টেডিয়াম খুব দ্রুত জায়গা করে নেবে ক্রিকেটের ইতিহাসে৷ নতুন করে ঢেলে সাজছে মোতেরা স্টেডিয়াম৷ আর কাজ শেষে বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে উঠে আসতে চলেছে মোতেরা৷
গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট পরিমল নাথওয়ানি কাজ চলা অবস্থায় স্টেডিয়ামের একটি ছবি পোস্ট করে স্বপ্নের প্রকল্পের কথা বেল। তিনি বলেন, এই স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের থেকেও বড় হতে চলেছে। তিনি আরও জানান, যখন জিসিএ-র স্বপ্নের স্টেডিয়ামের কাজ শেষ হবে তখন গোটা দেশের জন্য এটা একটা গর্ব হয়ে উঠবে।
টেডিয়াম ভেঙে নতুন করে শুরু হওয়ার আগে এখানে ২৩টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ আয়োজিত হয়েছে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া এই স্টেডিয়ামে বেশ কিছু ভাল স্মৃতিও রয়েছে ক্রিকেটের। যেমন এখানেই সুনীল গাভাস্কার টেস্ট ক্রিকেটে তাঁর ১০ হাজার রান সম্পূর্ণ করেছিলেন। এ ছাড়া সচিন তেন্ডুলকর তাঁর প্রথম টেস্ট ডবল সেঞ্চুরিটি করেছিলেন এই মোতেরায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে। মোতেরা স্টেডিয়াম প্রথম তৈরি হয়েছিল ১৯৮২ সালে। সেই সময় বসার জায়গা ছিল ৪৯ হাজার। ১৯৮৩ সালে প্রথম ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ম্যাচ খেলা হয় এখানে।
World’s Largest Cricket Stadium, larger than #Melbourne, is under construction at #Motera in #Ahmedabad,#Gujarat. Once completed the dream project of #GujaratCricketAssociation will become pride of entire India. Sharing glimpses of construction work under way. @BCCI @ICC #cricket pic.twitter.com/WbeoCXNqRJ
— Parimal Nathwani (@mpparimal) January 6, 2019