মুম্বই: অবশেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআই। আগামী ১৮ জুন প্রথমবার আয়োজিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বিরাট কোহলির নেতৃত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনে শুক্রবার নামবে ভারত। সহ-অধিনায়ক হিসাবে দলে জায়গা পেয়েছেন রাহানে।
রোহিত শর্মা এবং শুভমান গিল সুযোগ পাওয়ায় ঘোষিত দল থেকে বাদ পড়লেন ময়ঙ্ক আগরওয়াল। ১৫ জনের দলে রাখা ঋষভ পন্থের সাথে ঋদ্ধিমান সাহাকেও উইকেটরক্ষক হিসাবে রাখা হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটাররা সাউদাম্পটনে পৌঁছেছেন। সেখানে নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচও সেরেছেন তারা। ব্যাট হাতে শুভমান গিল এবং বলে ইশান্ত্ শর্মা ও মহম্মদ সিরাজ ভালো পারফরম্যান্স করেন।
একনজরে ১৫ জনের ভারতীয় দল –
বিরাট কোহলি (অধিনায়ক),অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, ঋষভ পন্থ, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা, যশপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও মহম্মদ সিরাজ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল ঘোষণা করল বিসিসিআই! দেখুন তালিকা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল ঘোষণা করল বিসিসিআই! দেখুন তালিকা