Aajbikel

শুরুতেই অঘটন! অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন গত বারের চ্যাম্পিয়ন নাদাল

 | 
রাফায়েল নাদাল

কলকাতা: শুরুতেই অঘটন৷ অস্ট্রেলিয়ান ওপেনে স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন ২০২২-এর চ্যাম্পিয়ান রাফায়েল নাদাল। দ্বিতীয় রাউন্ডেই হেরে গেলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে ৪-৬, ৪-৬, ৫-৭ সেটে হেরে গেলেন নাদাল। অন্যদিকে, নাদালকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে যান ম্যাকেঞ্জি৷ বছরের প্রথম গ্র্যান্ড স্লামে শীর্ষ বাছাই নাদালের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় জয় অর্জন করলেন এই মার্কিন টেনিস খেলোয়াড়৷ 

আরও পড়ুন- পদ্মাপারে মেসি ম্যাজিক! আগামী জুনে বাংলাদেশে আসছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা

এদিন শুরু থেকেই ম্যাচের উপর নিজের গ্রিপ রেখেছিলেন আমেরিকান তারকা। প্রথম সেট থেকেই ভালো টাচ দেখিয়েছিলেন তিনি। রাফায়েল নাদালও ভালো ফর্মে ছিলেন৷ কিন্তু, ম্যাচের মাঝপথে চোট পান তিনি। এরপরেই নাদালের ছন্দপতন ঘটে। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগান ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড।

বুধবার রড লেভার এরিনাতে ২ ঘণ্টা ৩২ মিনিটের লড়াই শেষে বিদায় নেনে ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক রাফায়েল নাদাল। তিনি চোটের সমস্যায় ভুগছেন। বুধবার প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেটে যখন ৩-৫ ফলে পিছিয়ে, সেই সময় কোর্টে চিকিৎসক ডাকতে হয়। কোমরের বাঁদিকে চোট রয়েছে নাদালের। ৩৬ বছরের নাদাল নিজেকে সামলে আবারও কোর্টে ফিরে আসেন, কিন্তু চোট নিয়ে খেলতে অসুবিধা হচ্ছিল তাঁর। সেই নিয়েও তিনি খেলা চালিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বের ৬৫ নম্বর খেলোয়াড়ের বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয় নাদালকে।

Around The Web

Trending News

You May like