নয়াদিল্লি: ভারতের ব্যাডমিন্টন দুনিয়ায় নতুন নক্ষত্র তাসনিম মির৷ অনূর্ধ্ব-১৯ ব্যাডমিন্টনের ক্রমতালিকায় বিশ্বের ১ নম্বর স্থান দখল করে নিলেন ১৬ বছরের গুজরাতি মেয়ে৷ প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই নজির গড়লেন তিনি৷ ২০২১ সালে তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতেছিলেন তাসনিম। তার ভিত্তিতেই ক্রমতালিকায় তিন ধাপ উঠে শীর্ষস্থান দখল করে নিলেন তিনি।
আরও পড়ুন- মহিলাদের বিশ্বকাপে জাতীয় দলে বাংলার ঝুলন-রিচা, আবেগে ভাসছে বাঙালি
সাফল্যের মুকুটে নয়া পালক সংযোজনের পর সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তাসনিম বলেন, ‘‘ সত্যিই এমনটা হবে আমি ভাবতে পারিনি। কোভিডের জেরে বেশ কিছু টুর্নামেন্ট বাতিল হয়ে গিয়েছে৷ ফলে ক্রমতালিকায় এগনোর সুযোগটাও কম ছিল। তবে বুলগেরিয়া, ফ্রান্স ও বেলজিয়ামে আমি পদক জিতেছিলাম। তাই তালিকায় এগিয়ে গিয়েছি।’’
অনুর্ধ্ব ১৯-এর তালিকায় প্রথম স্থান দখলের পর তালনিমের নজর বড়দের প্রতিযোগিতার দিকে৷ তাঁর কথায়, ‘‘এবার আমার ফোকাস থাকবে সিনিয়র প্রতিযোগিতার দিকে৷ আগামী ফেব্রুয়ারি মাসে ইরান ও উগান্ডাতে টুর্নামেন্ট আছে। বড়দের প্রতিযোগিতায় ভাল র্যা ঙ্ক করাই আমার লক্ষ্য। এই বছরের শেষে বড়দের ক্রমতালিকার যাতে প্রথম ২০০-র মধ্যে ঢুকে পড়তে পারি সেই চেষ্টাই করব।’’
তাসনিমের বাবা ইরফান মির গুজরাটের মেহসানা থানার এএসআই৷ বাবার কাছই ব্যাডমিন্টনের হাতেখড়ি তাসনিমের৷ ভাই মহম্মদ আলি মিরও ব্যাডমিন্টন প্লেয়ার। তিনি রাজ্যস্তরে চ্যাম্পিয়ন। বাবার হাত ধরে ব্যাডমিন্টনের অভিযান শুরু হলেও আপাতত দু’জনেই গুয়াহাটিতে প্রশিক্ষণ নিচ্ছেন।
উল্লেখ বিষয় হল, ভারতের মহিলা ব্যাডমিন্টন জগতের দুই নক্ষত্র সাইনা নেহওয়াল এবং পিভি সিন্ধুও কোনও দিন অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ১ নম্বর ছিলেন না। সিন্ধুর সেরা র্যাদঙ্কিং ছিল ২। অন্য দিকে ২০১১ সাল থেকে শুরু হয় জুনিয়র টুর্নামেন্ট৷ ফলে সেখানে খেলার সুযোগই পাননি সাইনা৷ ছেলেদের মধ্যে অবশ্য জুনিয়র স্তরে বিশ্বের ১ নম্বর স্থানে থেকেছে লক্ষ্য সেন, সিরিল বর্মা ও আদিত্য জোশী৷