মেসিকে টপকে সুনীল ছেত্রী এখন বিশ্বের ১০ নম্বর সর্বোচ্চ গোলদাতা!

মেসিকে টপকে সুনীল ছেত্রী এখন বিশ্বের ১০ নম্বর সর্বোচ্চ গোলদাতা!

কাতার: বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল করে নজির গড়লেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। টপকালেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে। দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সেরা ১০-এর মধ্যে ঢুকে পড়লেন সুনীল। দেশের জার্সিতে তার নিজস্ব গোল সংখ্যা এখন ৭৪। ভারতীয় অধিনায়কের এই প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করা হয়েছে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে।

সোমবার কাতারের জাসিম বিন হামাদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ। বিশ্বকাপে খেলার আশা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল সুনীলদের কিন্তু এদিনের ম্যাচে জিতলে ২০২৩ সালে চিনে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান কাপে সরাসরি খেলার সম্ভাবনা অনেক বেড়ে যেত। দলকে জয়ের মুখ দেখানোর এই মূল্যবান দায়িত্বটা শেষ পর্যন্ত নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন অধিনায়ক সুনীল। গোটা ম্যাচে সেরকম সক্রিয় না থেকেও ম্যাচের শেষ কথা তিনিই লিখলেন। ৭৯ মিনিটে প্রথম ও ৯২ মিনিটে দ্বিতীয় গোলটি করে তিনি বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। এই জোড়া গোল করার সঙ্গে সঙ্গে দেশের জার্সিতে ৭৪টি গোলের বিচারে তিনি পিছনে ফেলে দেন আর্জেন্টিনীয় মহাতারকা লিওনেল মেসিকে (৭২)। দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সেরা ১০-এর মধ্যে ঢুকে পড়লেন সুনীল। তালিকায় তিনি এখন ১০ নম্বরে বিরাজ করছেন। যদিও অ্যাক্টিভ ফুটবলারদের মধ্যে ভারত অধিনায়ক দ্বিতীয় স্থানে রয়েছেন। প্রথম স্থানে রয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১০৩)।

 

 

 

সুনীল ছেত্রীর এই অসামান্য সাফল্যের পর তাকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করা হয়েছে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে। ট্যুইটে লেখা হয়েছে, “এখন মেসির থেকে বেশি গোল তার। সুনীল ছেত্রীর জোড়া গোল ব্লু টাইগার্সদের বিশ্বকাপ কোয়ালিফায়ারে ২-০ জয় এনে দিয়েছে। পাশাপাশি, এই দুই গোল সুনীলের দেশের হয়ে আন্তর্জাতিক গোল সংখ্যাকে ৭৪-এ পৌঁছে দিল যা লিওনেল মেসির উপরে। তিনি এখন বিশ্বের সর্বকালের সর্বোচ্চ ১০ গোলদাতার তালিকায় ঢুকে পড়লেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =