‘রিটায়ার হার্ট’ শুভমন, আবার নামতে পারবেন কি

‘রিটায়ার হার্ট’ শুভমন, আবার নামতে পারবেন কি

মুম্বই: বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্বপ্নের শুরু করেছে ভারত। শুরুতে রোহিত শর্মার দুরন্ত ব্যাটিং রানের পাহাড় গড়তে বড় সুবিধা দিচ্ছে ভারতকে। তবে রোহিত হাফ সেঞ্চুরি থেকে দূরে থাকলেও তা করতে পেরেছেন শুভমন গিল। কিন্তু বাধ সাধল চোট। ৬৫ বলে ৭৯ রানে ব্যাট করছিলেন শুভমন। সকলেই আশায় ছিলেন যে আর কয়েক ওভার পরেই তাঁর সেঞ্চুরি দেখা যাবে। তা হল না। চোট পেয়ে মাঠের বাইরেই চলে গেলেন তিনি। 

পায়ের পেশিতে টান ধরায় ইনিংসের মাঝপথে মাঠ ছেড়ে উঠে গিয়েছেন শুভমন গিল। ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘রিটায়ার হার্ট’। কিন্তু এখন প্রশ্ন হল তিনি আবার ব্যাট করতে নামতে পারবেন কিনা। যদিও নামতে পারেন তাহলে কখন। আপাতত যা জানা গিয়েছে, তিনি অবশ্যই ফের ব্যাট করতে নামতে পারবেন। কিন্তু তার জন্য কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে শুভমন গিল আবার ব্যাট করতে নামতে পারবেন। 

মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি-র নিয়ম বলছে, অন্য কোনও ব্যাটার আউট হলে বা সেও রিটায়ার হার্ট হলে আগের রিটায়ার হার্ট হওয়া ব্যাটার নামতে পারেন। কারণ তিনি চোটের কারণে মাঠ ছেড়েছিলেন, তিনি কোনও ভাবেই আউট নন। ইনিংস শুরু করার জন্য সেই ব্যাটারকে অন্য কারও অনুমতির দরকার পড়বে না। এক্ষেত্রে ভারতের অন্য উইকেট পড়লে নামতেই পারেন শুভমন গিল। তবে তিনি যদি অসুস্থতা, চোট ছাড়া অন্য কোনও কারণে ইনিংসের মাঝপথে বেরিয়ে যেতেন তা হলে তাঁকে দ্বিতীয় বার ব্যাট করতে নামার আগে প্রতিপক্ষ অধিনায়কের অনুমতি নিতে হত। এটাই নিয়ম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =