জীবনের হাফসেঞ্চুরিতে বড় উপহার, শচীনকে শ্রদ্ধা জানাতে কোন বিশেষ উদ্যোগ নিল তাঁর শহর?

জীবনের হাফসেঞ্চুরিতে বড় উপহার, শচীনকে শ্রদ্ধা জানাতে কোন বিশেষ উদ্যোগ নিল তাঁর শহর?

মুম্বই: দশ বছর আগে ক্রিকেটিয় জীবনে ইতি টেনেছিলেন শচীন তেন্ডুলকর৷ দশ বছর পর ‘ক্রিকেট ঈশ্বর’-কে বিশেষ সম্মান জানাতে চলেছে মুম্বই ক্রিকেট সংস্থা। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসছে শচীনের মূর্তি৷ বসছে। আগামী ২৪ এপ্রিল জীবনের হাফ সেঞ্চুরি করবে ভারতরত্ন। তার আগেরদিনই ওয়াংখেড়েতে বসবে মাস্টার ব্লাস্টারের পূর্ণাবয়ব মূর্তি।

আরও পড়ুন-টি-২০-র সেরা, WPL-এ ঝড় তুলতে আসছেন সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার

এই স্টেডিয়ামেই একদা শৈশব কেটেছিল শচীনের। যে মাঠে ক্রিকেট পাঠের সূচনা হয়েছিল, সেই মাঠেই খেলেছিলেন ক্রিকেট জীবনের শেষ ম্যাচ৷  ২০১৩ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ানেই জীবনের শেষ টেস্ট খেলেন মাস্টার ব্লাস্টার। এবার সেই মাঠেই বিশেষ সম্মান পাচ্ছেন শচীন৷

মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি অমল কালে বলেন, “ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই প্রথম কোনও ক্রিকেটারের মূর্তি বসতে চলেছে। সচিন একজন ভারতরত্ন৷ শুধু তাই নয়, ক্রিকেটে ওঁর অবদান কতটা, তা সকলেরই জানা। ওঁর ৫০তম জন্মদিন উপলক্ষে এটা এমসিএ-র তরফে একটা সামান্য ধন্যবাদজ্ঞাপন। তিন সপ্তাহ আগে এই বিষয়ে ওঁর সঙ্গে আমরা কথা বলেছি। উনি আমাদের অনুমতি দিয়েছেন।” মঙ্গলবার সকালেই অমোল কালের সঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসেন শচীন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলিও। স্টেডিয়ামের কোথায় তাঁর মূর্তিটি বসানো হবে,  সেই জায়গাটিও দেখানো হয়৷ তিনিও পছন্দ করেছেন জায়গাটি।

 

শচীন

প্রসঙ্গত, ওয়াংখেড়েতে ইতিমধ্যেই শচীনের নামে একটি স্ট্যান্ড রয়েছে। গত বছর এখানে সুনীল গাওস্করের নামে একটি কর্পোরেট বক্স এবং দিলীপ বেঙ্গসরকরের নামে একটি স্ট্যান্ড করা হয়। তবে ভারতে কোনও ক্রিকেটারের পূর্ণাবয়ব মূর্তি খুব একটা দেখা যায় না৷ ভারতের কিংবদন্তি ক্রিকেটার সি কে নায়ডুর পূর্ণাবয়ব মূর্তি রয়েছে বিদর্ভ ক্রিকেট সংস্থা, অন্ধ্রপ্রদেশের ভিডিসিএ স্টেডিয়াম এবং ইনদওরের হোলকার স্টেডিয়ামের সামনে। তবে অনেক ক্রিকেটারের মোমের মূর্তি রয়েছে৷ তাঁদের নিজস্ব রাজ্য সংস্থার স্ট্যান্ডও রয়েছে। তবে বিদেশে ক্রিকেটারদের মূর্তি দেখা গিয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − six =