বিশ্বকাপের মাঝেই পরিকল্পনামাফিক ‘মৃত্যুবরণ’ করল এই স্টেডিয়াম

বিশ্বকাপের মাঝেই পরিকল্পনামাফিক ‘মৃত্যুবরণ’ করল এই স্টেডিয়াম

দোহা: বিশ্বকাপ ফুটবলের এখনও বিরাট বিরাট ম্যাচ বাকি। তা নিয়ে উন্মাদনার কোনও শেষ নেই। পৃথিবীর সব জায়গা থেকেই এখন নজর রাখা হচ্ছে কাতারে। তবে শুধু ফুটবল বিশ্বকাপ নয়, কাতার নিয়ে অনেক কাটাছেড়া হচ্ছে তার স্টেডিয়ামগুলি নিয়েও। কারণে যে ধরনের সব স্টেডিয়ামে এবারের বিশ্বকাপ চলছে তা আগে কখনও দেখা যায়নি বলাই যায়। তবে সবথেকে বেশি চর্চা হয়েছে ‘স্টেডিয়াম ৯৭৪’ নিয়ে। তবে এখন সেই চর্চার সমাপ্তি ঘটল। কারণ, বিশ্বকাপ শেষের আগেই পরিকল্পনা অনুযায়ী এই স্টেডিয়াম ‘মৃত্যুবরণ’ করল।

আরও পড়ুন- ক্রিস গেইলের সঙ্গে স্বামীজির যোগ কী ভাবে? কুর্নিশ জানাচ্ছে বিশ্ব

বিশ্বকাপ ফুটবলের জন্য অস্থায়ী ভাবে তৈরি করা হয়েছিল এই স্টেডিয়ামটি। আগে থেকেই জানান হয়েছিল যে, এই স্টেডিয়ামে খেলার পর্ব শেষ হলেই তা খুলে নেওয়া হবে। আসলে এই স্টেডিয়াম তৈরি হয়েছে শিপিং কন্টেনার দিয়ে। তাই তা খুলে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। সেই কাজই এখন চলছে। বিশ্বকাপের সাতটি ম্যাচ হয়েছে এই মাঠে। কোয়াটার ফাইনাল থেকে আর কোনও ম্যাচ নেই এখানে। তাই স্টেডিয়াম খোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অর্ধেক খুলে ফেলা হয়েছে এটি। গত ৫ ডিসেম্বরই ব্যবহারের জন্য বন্ধ করে দেওয়া হয় এই স্টেডিয়াম।

কিন্তু এই স্টেডিয়ামের নাম ৯৭৪ কেন? প্রথমে এই স্টেডিয়ামের নাম ছিল রাস আবু আবুদ স্টেডিয়াম৷ পরে এর নাম পাল্টে রাখা হয় ৯৭৪৷ প্রথমত এটি কাতারের আইএসডি কোড৷ কিন্তু এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি অদ্ভূত রহস্য৷ কারণ, আর পাঁচটা স্টেডিয়ামের মতো এটি ইট-বালি সিমেন্টে তৈরি নয়৷ এই স্টেডিয়ামটি গড়ে উঠেছে ৯৭৪ টি শিপিং কনটেনার দিয়ে৷ কাতার বিশ্বকাপের জন্যেই বিশেষ ভাবে গড়ে তোলা হয় এই স্টেডিয়াম৷ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম অস্থায়ী স্টেডিয়াম ছিল, যা স্টিল এবং শিপিং কনটেনার দিয়ে তৈরি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =