Aajbikel

ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ‘টাইমড আউট’, বিশ্বকাপে অহেতুক 'নজির' শ্রীলঙ্কার

 | 
sri lanka

নয়াদিল্লি: কোনও বল না খেলেই আউট হলেন শ্রীলঙ্কার ব্যাটার। চলতি বিশ্বকাপে অহেতুক এক নজির গড়ল লঙ্কাবাহিনী। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ‘টাইমড আউট’ হলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে এই ঘটনা ঘটল। যদিও এই আউট নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। 

বিষয় হল, খেলার নিয়ম অনুযায়ী কোনও উইকেট পড়ার দু'মিনিটের মধ্যে নয়া ব্যাটারকে প্রথম বলে খেলতে হয়। বাংলাদেশ ম্যাচে ২৪.২ ওভারে চতুর্থ উইকেট পড়ে শ্রীলঙ্কার। তারপর মাঠে নামেন ম্যাথিউজ। সেটা নির্ধারিত সময়ের মধ্যেই ছিল। কিন্তু মাঠে নামার পর তিনি বোঝেন তাঁর হেলমেটে কিছু সমস্যা আছে। তারপরই তিনি ডাগ-আউটের দিকে তাকিয়ে হেলমেট আনতে বলেন। এতে নির্ধারিত সময় নষ্ট হয়। তখনই ‘টাইমড আউট’-র জন্য আবেদন করেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। সেই আবেদন মতো ম্যাথিউজকে আউট দিয়ে দেন আম্পায়ার। 

এই আউট নিয়ে দ্বিধাবিভক্ত হয়েছে ক্রিকেটমহল। কেউ বলছেন, এমন আবেদন করে আউট না করলেই ভালো। এতে ক্রিকেটীয় স্পিরিট নষ্ট হয়। কেউ কেউ এই আউটকে 'ম্যানকড' আউটের সঙ্গেও তুলনা করেছেন। যদিও একাংশ মনে করছেন, শাকিব কোনও ভুলই করেননি। কারণ এই আউট ক্রিকেটের নিয়মেই আছে।  

Around The Web

Trending News

You May like