মাত্র ১০ লক্ষ টাকার জন্য কেন এমন করব? ৮ বছর পর স্পট ফিক্সিং নিয়ে বিস্ফোরক শ্রীসন্থ

মাত্র ১০ লক্ষ টাকার জন্য কেন এমন করব? ৮ বছর পর স্পট ফিক্সিং নিয়ে বিস্ফোরক শ্রীসন্থ

নয়াদিল্লি: এক সময় ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার হিসাবে উঠে এসেছিলেন এস শ্রীসন্থ৷ কিন্তু আচমকাই স্পট ফিক্সিংয়ে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট জীবন শেষ হয়ে যায় তাঁর৷ ২০১৩ সালে আইপিএল ম্যাচে শ্রীসন্থ ও রাজস্থান রয়্যালসের আরও দুই ক্রিকেটারের  বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে৷ সেই ঘটনায় এত বছর পর নীরবতা ভাঙলেন ফাস্ট বোলার। বিশ্বকাপ জয়ী দলের সদস্য শ্রীসন্থ পাল্টা প্রশ্ন তুলে বললেন, মাত্র ১০ লক্ষ টাকার জন্য কেন এটা করব? 

আরও পড়ুন- ডাগআউটে বসে অন্য ‘ম্যাচ’! ম্যাসাজ খেরিপিস্টের সঙ্গে ইশারায় দুষ্টুমি জেমিসনের

একটি ইংরেজি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রীসন্থ বলেন, বড় বড় কথা বলতে চাই না৷ তবে আমি ওই সময় যখন পার্টি করাতাম তখন প্রতি পার্টিতে কম করে ২ লক্ষ টাকার বিল আসত। সেই সময় আমার লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়৷ নিজেকে সেভাবে প্রস্তুত করছিলাম৷ কেন এত বড় লক্ষ্য থেকে সরে মাত্র ১০ লক্ষ টাকার জন্য কেন এমনটা করব?  তিনি আরও বলেন, আমি সব সময়েই সাধ্যমতো মানুষকে সাহায্য করি৷ সেই সকল মানুষের প্রার্থনার জোড়েই হয়তো আমি এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি৷ 

শ্রীসন্থ

২০১৩  সালে  রাজস্থান রয়্যালসের কিছু প্লেয়ারের নাম জড়ায় স্পট ফিক্সিংয়ে৷ এই খবর গোটা ক্রিকেট বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। সেই সময় সবচেয়ে বেশি সমালোচিত হয় ফাস্ট বোলার এস শ্রীসন্থের নাম। এর পরেই ধাক্কা লাগে শ্রীসন্থের ক্রিকেট জীবনে৷ তবে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফের মাঠে ফিরেছেন তিনি৷ কেরলের হয়ে ঘরোয়া ক্রিকেটেও অংশ নিয়েছেন।

শ্রীসন্থ বলেন, ‘‘এই প্রথম এই বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছি৷ সেদিন এক ওভার অর্থাৎ  ৬ বলে ১৪-র বেশি রানের প্রয়োজন ছিল৷ প্রথম চার বলে  আমি মাত্র ৫ রান দিয়েছিলাম। এর মধ্যে কোনও নো বল বা ওয়াইড বল করিনি৷ এমনকি স্লো বলও নয়। আমার পায়ে ১২ টি সার্জারির পরও আমি ১৩০ কিলোমিটার বেগে বোলিং করেছিলাম।’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 17 =