কোপেনহেগেন: ইউরো কাপের নকআউট পর্ব মানেই টানটান উত্তেজনায় ভরপুর রুদ্ধশ্বাস ম্যাচ। এক দলের এগিয়ে থাকা এবং শেষ মুহূর্তে বিপক্ষ দলের জাদুকরী প্রত্যাবর্তন। তারপর অতিরিক্ত সময়ে ম্যাচ। সোমবার রাতে ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া ও স্পেনের ম্যাচটাও ঠিক সেরকমই হল। একেবারে হুবহু। কিন্তু শেষ পর্যন্ত গতবারের বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল স্পেন। এদিন হেরে গিয়ে ইউরো কাপ থেকে বিদায় নিল ক্রোটরা।
কোপেনহেগেনে এদিন প্রথম থেকেই ক্রোয়েশিয়াকে চাপে রেখেছিল লা রোখারা। তাদের উদ্দেশ্য একেবারে স্পষ্ট ছিল। কিন্তু ২০ মিনিটের মাথায় একটি ভুল করে বসেন স্পেনের মিডফিল্ডার পেদ্রি গঞ্জালেস ও গোলরক্ষক উনাই সিমন। পেদ্রির বাড়িয়ে দেওয়া একটি আলতো পাস গোলের সামনে পায়ে নিতে যান উনাই সিমন। তখনই বল সিমনের পায়ের পাতা ছুঁয়ে গোলে ঢুকে যায়। ২০ মিনিটের এই আত্মঘাতী গোল ৩৮ মিনিটে গিয়ে শোধ করেন পাবলো সারাবিয়া। জোসে গায়ার শট ক্রোয়েশিয়ার গোলরক্ষক আটকে দিলে ফিরতি বলে জোরালো ভলি মেরে গোলে ঢুকিয়ে দেন সারাবিয়া। প্রথমার্ধের খেলা ১-১ ড্রতেই শেষ হয়।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে বাঁদিক থেকে ফেরান তোরেসের বাড়ানো ক্রস থেকে বিনা বাধায় গোল করেন রাইট ব্যাক সিজার আজপিলিকুয়েতা। ৭৭ মিনিটে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় লা রোখারা। ৩-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচ যখন প্রায় শেষের পথে তখনই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় লুকা মদ্রিচরা। ৮৫ মিনিটে স্পেনের ডি-বক্সের জটলার মধ্যে মদ্রিচের পাস থেকে গোল করেন মিসলাভ ওরসিচ। এরপর ৯০+২ মিনিটে ওরসিচের ক্রস থেকে গোল করে একেবারে শেষ মুহূর্তে সমতা ফেরান মারিও পাসালিচ।
খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এই সময়েই ম্যাচ পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয় লুইস এনরিকের ছেলেরা। ১০০ মিনিটে ডানি ওলমোর ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোল করে স্পেনকে এগিয়ে দেন আলভারো মোরাতা। তার ৩ মিনিটের মধ্যে সেই ডানি ওলমোর ক্রস থেকে গোল করে লা রোখাদের জয় নিশ্চিত করেন মিকেল ওয়ারজাবাল। ৫-৩ গোলে গতবারের বিশ্বকাপের রানার্স আপ দল ক্রোয়েশিয়াকে হারিয়ে ইউরো কাপ ২০২০-এর কোয়ার্টার ফাইনালে পৌঁছল স্পেন।