ভারত না অস্ট্রেলিয়া? বিশ্বকাপ জিতবে কে? কী বলছেন সৌরভ
Nov 18, 2023, 15:47 IST
| 
কলকাতা: দশে দশ পেয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত৷ রবিবার আমেদাবাদে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া৷ উত্তেজনায় টগবগ করছে গোটা দেশ৷ এই আবহে ফাইনাল ম্যাচ নিয়ে কী বলছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়?
রবিবারের ম্যাচ প্রসঙ্গে সংবাদমাধ্যমে সৌরভ বলেন, ‘‘এই মুহূর্তে বিধ্বংসী ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। অমেদাবাদের ম্যাচের আগে রোহিত-বিরাটদের জন্য শুভেচ্ছা রইল।’’ মহারাজ আরও বলেন, ‘‘ভারত যদি ফাইনালে এমনই পারফরম্যান্স করতে পারে তা হলে রোহিতদের থামানো যাবে না৷ দুর্দান্ত ফাইনাল ম্যাচ হতে চলেছে৷ কারণ, অস্ট্রেলিয়াও যথেষ্ট ভালো দল।’’