কলকাতা: স্বার্থের সংঘাত প্রসঙ্গ ফিরে আসছে আবার তাই এটিকে মোহনবাগান থেকে সরে দাঁড়ালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি নিজেই এই কথা স্বীকার করে নিয়েছেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে। তিনি এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে খবর। এই প্রেক্ষিতে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দিয়েছে এটিকে মোহনবাগান বোর্ড।
বিগত কয়েক দিন ধরেই জল্পনা সৃষ্টি হয়েছিল যে এটিকে মোহনবাগান থেকে সরে যেতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় কারণ সঞ্জীব গোয়েঙ্কা যিনি নিজেও এটিকে মোহনবাগানের সঙ্গে যুক্ত তিনি আইপিএল দল কিনেছেন। তাই স্বাভাবিকভাবেই সৌরভের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ করতে শুরু করেছিল। সেই প্রেক্ষিতেই আর বেশি বিতর্ক যাতে সৃষ্টি না হয় তাই নিজেই সরে দাঁড়ালেন মহারাজ। তবে এই প্রথম সৌরভকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়নি। বিসিসিআই সভাপতি থাকাকালীন তিনি আইপিএল দল দিল্লি ক্যাপিটালস সেন্টার পদে ছিলেন। সেখান থেকে অবশ্য সরে গিয়েছিলেন পরে। এবার আইএসএল দল এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। প্রসঙ্গত এই দলের অন্যতম ডিরেক্টররা হলেন সঞ্জীব গোয়েঙ্কা, উৎসব পারেক, দেবাশীষ দত্ত, সৃঞ্জয় বসু।
প্রসঙ্গত, সদ্য আইপিএল দল কিনেছেন সঞ্জীব গোয়েঙ্কা। কিছুদিন আগেই নিলামে লখনউ শহরের দল ৭ হাজার ৯০ কোটি টাকা দিয়ে কিনেছেন এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে বলিউডের স্বনামধন্য দম্পতি দীপিকা এবং রণভীর আইপিএল দল কেনার লাইনে ছিলেন। কিন্তু শেষমেষ দুটি দল কিনলো সম্পূর্ণ অন্য দুটি কোম্পানি।