Aajbikel

৭ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডকে বধ করা শামি ‘নিষিদ্ধ’ সে দেশেই! কী বললেন বোলার?

 | 
মহম্মদ শামি

নয়াদিল্লি: বিশ্বকাপে টেন অন টেন ভারত৷ এরই মধ্যে ভেঙেছে একের পর এক রেকর্ড৷ বিরাট কোহলির ৫০তম শতরান হোক বা শ্রেয়স আয়ারের পর পর দু’ম্যাচে শতরানের কৃতিত্ব৷ তবে এই বিশ্বকাপে যেন বিশেষ নজর কেড়েছেন পেসার মহম্মদ শামি৷ নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একাই ৭ উইকেট তুলেছেন৷ আগুন ঝরা বোলিং-এর সামনে দাঁড়াতে পারেনি প্রতিপক্ষ। কিন্তু বুধবার ওয়াংখেড়েতে ভারতের সেই জয়ের পর থেকেই উইলিয়ামসনদের দেশে নাকি ‘নিষিদ্ধ’ শামি। এমনই জানালেন বলিউড অভিনেতা সনু সুদ। কিন্তু কেন? 

বিশ্বকাপে ছ’টি ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছেন শামি। বিশ্বকাপে এখনও পর্যন্ত তিনি সর্বোচ্চ উইকেট শিকারি। তাঁর পারফরম্যান্স মন ছুঁয়ে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের। সনুও সেই দলেরই সতীর্থ৷। ভারত-নিউ জিল্যান্ড সেমিফাইনালে শামি ৭ উইকেট তুলতেই উচ্ছ্বসিক সোনু৷ সোশ্যাল মিডিয়ায় শামিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘‘ব্রেকিং নিউজ: নিউ জিল্যান্ডে নিষিদ্ধ শামি কবাব!’’ অভিনেতার এই রসিকতার জবাবে শামি শুধু লেখেন, ‘‘হাহাহাহাহা’’। সঙ্গে জুড়ে দেন ভালবাসার ইমোজি।

Around The Web

Trending News

You May like