সাড়ে ছ’মাসের অন্তঃসত্ত্বা! অলিম্পিক্সে তির-ধনুক হাতে চিনের খেলোয়াড়কে হারালেন রামাজানোভা

কলকাতা: কথায় বলে মনের জোরই আসল কথা৷ অলিম্পিক্সের মঞ্চে সে কথাই প্রমাণ করে দিলেন আজারবাইজানের ইয়ালাগুল রামাজানোভা৷ গর্ভে সাড়ে ছ’মাসের সন্তান৷ সেই অবস্থাতেই প্যারিস অলিম্পিক্সে…

tiran

কলকাতা: কথায় বলে মনের জোরই আসল কথা৷ অলিম্পিক্সের মঞ্চে সে কথাই প্রমাণ করে দিলেন আজারবাইজানের ইয়ালাগুল রামাজানোভা৷ গর্ভে সাড়ে ছ’মাসের সন্তান৷ সেই অবস্থাতেই প্যারিস অলিম্পিক্সে তির-ধনুক হাতে ফাইট করলেন রামাজানোভা।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে মহিলাদের তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্ট৷ মহিলাদের ব্যক্তিগত বিভাগে নেমেছিলেন রামাজানোভা। র‍্যাঙ্কিং পর্বে তিনি শেষ করেন ৩৯তম স্থানে। প্রথম রাউন্ডে চিনের কিজুয়ান আনকে পরাজিত করেন আজারবাইজানের তিরন্দাজ। খেলা গড়ায় টাইব্রেকার পর্যন্ত৷ ইভেন্ট জেতার পর রামাজানোভা বলেন, তাঁর গর্ভের সন্তান যখন পৃথিবীতে আসার পর এই লড়াইয়ের কথা জানতে পারবে, তখন সেও গর্ববোধ করবে।