মায়ের জন্মদিনের বিশ্বজয় সিন্ধুর, কী বললেন মোদি-মমতা?

নয়াদিল্লি: মায়ের জন্মদিনে ইতিহাস গড়লেন পি ভি সিন্ধু৷ হলেন বিশ্বসেরা৷ ব্যাডমিন্টনে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত৷ বিশ্ব চ্যাম্পিয়ন হলেন পি ভি সিন্ধু৷ মায়ের জন্মদিনের বিশ্বজয় সিন্ধুর৷ উৎসর্গ করলেন মাকে৷ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইটে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশ্ব ব্যাডমিন্টনে চ্যাম্পিয়নশিপে ইতিহাস ভারতীয় মহিলা ব্যাডমিন্টনের৷ ফাইনালে ২১-৭, ২১-৭ সেটে জাপানের প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি

মায়ের জন্মদিনের বিশ্বজয় সিন্ধুর, কী বললেন মোদি-মমতা?

নয়াদিল্লি: মায়ের জন্মদিনে ইতিহাস গড়লেন পি ভি সিন্ধু৷ হলেন বিশ্বসেরা৷ ব্যাডমিন্টনে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত৷ বিশ্ব চ্যাম্পিয়ন হলেন পি ভি সিন্ধু৷ মায়ের জন্মদিনের বিশ্বজয় সিন্ধুর৷ উৎসর্গ করলেন মাকে৷ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইটে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

মায়ের জন্মদিনের বিশ্বজয় সিন্ধুর, কী বললেন মোদি-মমতা?বিশ্ব ব্যাডমিন্টনে চ্যাম্পিয়নশিপে ইতিহাস ভারতীয় মহিলা ব্যাডমিন্টনের৷ ফাইনালে ২১-৭, ২১-৭ সেটে জাপানের প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি তিনি ছিলেন৷

মায়ের জন্মদিনের বিশ্বজয় সিন্ধুর, কী বললেন মোদি-মমতা?এই নিয়ে টানা তিনবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছিলেন পিভি সিন্ধু৷ সোনার দৌঁড়ে জাপানের প্রতিযোগীকে হারিয়ে বিশ্বজয়ী পিভি সিন্ধু৷ এই চ্যাম্পিয়নশিপে তাঁর ঝুলিতে রয়েছে দুটি ব্রোঞ্জ ও দুটি রুপো৷

বিশ্বের তিন নম্বর চিনা প্রতিযোগিকে ৪০ মিনিটের লড়াইয়ে হারানোর পর আজ জাপানের প্রতিপক্ষকে ২১-৭, ২১-৭ সেটে হারিয়ে দিলেন পিভি সিন্ধু৷ এই মুহূর্তে তিনি বিশ্বের একমাত্র মহিলা ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন৷

মেয়ের জেয়ে মা পি বিজয়া বলেন, ‘‘আমরা খুব খুশি৷ আমরা এই স্বর্ণপদকের জন্য অপেক্ষায় ছিলাম৷ সিন্ধু এই পদকের জন্য কঠোর পরিশ্রম করেছিল৷’’

সোনা জয়ের পর সিন্ধুর মন্তব্য, ‘‘আমি গর্বিত একজন ভারতীয় হিসাবে৷ আমি এই জয় মাকে উৎসর্গ করব৷ কারণ, আজ মায়ের জন্মদিন৷ শুভ জন্মদিন মা৷’’

শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‘পিভি সিন্ধু ফের ভারতকে গর্বিত করলেন৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের জন্য অভিনন্দন তাঁকে৷ তিনি যে আবেগ ও মায়ের জন্য জয় উৎসর্গ করেছেন ব্যাডমিন্টনকে, তা অনুসরণ করা উচিত৷ অনুপ্রেরণামূলক৷ পিভি সিন্ধুর সাফল্য নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে৷’’

মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‘‘প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব ব্যাডমিন্টন খেতাব জেতার জন্য পিভি সিন্ধুকে অভিনন্দন। সারা দেশ আজ তোমার কৃতিত্বে গর্বিত। জিততে থাকো৷’’

সিন্ধুকে অভিনন্দন রাষ্ট্রপতির৷ গোটা দেশের কাছে এটা গর্বের মুহূর্ত৷ জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *