শ্রীলঙ্কা সফরের আগেই গৃহবন্দি ধাওয়ানরা, কোচ দ্রাবিড়

শ্রীলঙ্কা সফরের আগেই গৃহবন্দি ধাওয়ানরা, কোচ দ্রাবিড়

 

মুম্বই: আগামী ১৩ জুলাই থেকে শুরু হচ্ছে ভারতের শ্রীলঙ্কা সফর। শিখর ধাওয়ানের নেতৃত্বে ৩  টি-২০ ও  ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে ভারতের বি-টিম। ১৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে সফর। ২৮ জুন শ্রীলঙ্কায় উড়ে যাবে ভারত।  তার আগে এদিনই বাড়ি থেকে মুম্বইয়ে রওনা দিল ধাওয়ান-ভুবণেশ্বররা। মুম্বইয়ের হোটেলে ১৪ দিন কোয়ারান্টাইন পর্ব কাটিয়ে শ্রীলঙ্কা যাবে ভারতীয় দল। তার মধ্যে প্রথম ৭দিন তুলনামূলক বেশি কঠোর কোয়ারেন্টাইন পর্ব কাটাতে হবে। একে অপরের ঘরে যেতে পারবেন না। 

এদিন টিম হোটেলের ছবি পোস্ট করেছেন দলের সমস্ত ক্রিকেটাররা। শিখর ধাওয়ানদের এখন লক্ষ্য শ্রীলঙ্কা সফরে নিজেদের উজাড় করে দেওয়া। যাতে টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করতে পারেন।  শ্রীলঙ্কা পৌঁছে ফের কয়েকদিন কোয়ারান্টাইন কাটিয়ে শুরু হবে অনুশীলন। তারপর ছোট ছোট গ্রুপ করে অনুশীলন শুরু করতে পারবেন শিখররা। দীর্ঘ দিন ক্রিকেটের বাইরে থাকার জন্য শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমাররা শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন। বিসিসিআই চেষ্টা করছে, শ্রীলঙ্কায় যাতে ভারতীয় দল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে। সূত্রের খবর, ভারতীয় দল হয়তো শ্রীলঙ্কায় নিজেদের মধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে।

অন্যদিকে রাহুল দ্রাবিড়ই শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের দ্বিতীয় দলটির কোচ হচ্ছেন। আর সেটাই সরকারি ভাবে ঘোষণা করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।  সোমবার আনুষ্ঠানিক ভাবে রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করার পাশাপাশি নিজের প্রাক্তন সতীর্থদের প্রশংসায় পঞ্চমুখ হলেন মহারাজ। বিসিসিআই সভাপতি বলেন, রাহুলকে নিয়ে তিনি পুরো আত্মবিশ্বাসী। আগামী দিনে ভারতের দলে সাফল্যে অন্যতম বড় ভূমিকা নেবেন মিস্টার ডিফেন্ডার। রাহুল ছাড়াও এদিন বিসিসিআই নাম ঘোষণা করে জানিয়েছে দ্রাবিড়ের সহযোগী হিসেবে দেখা যাবে পরশ মামরে এবং টি দিলীপকে। পরশ মামরে  ভারতের অনূর্ধ্ব-১৯ এবং ভারত ‘এ’ দলের বোলিং কোচ। আর হায়দরাবাদ রঞ্জি টিমের ফিল্ডিং কোচ হলেন টি দিলীপ। এছাড়াও তিনি ভারতীয় ‘এ’ দলের সঙ্গেও যুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *