খেলাপাগল মানুষ ছিলেন, কখনও রাজনীতির কথা হয়নি, বুদ্ধদেব প্রয়াণে শোকাহত সৌরভ

কলকাতা: না ফেরার দেশে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ এক সময় ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বুদ্ধবাবুর সখ্য ছিল সংবাদমাধ্যমের চর্চায়৷ তাঁর প্রয়াণের খবর…

কলকাতা: না ফেরার দেশে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ এক সময় ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বুদ্ধবাবুর সখ্য ছিল সংবাদমাধ্যমের চর্চায়৷ তাঁর প্রয়াণের খবর শোকস্তব্ধ মহারাজও৷ তিনি এখন মুম্বইয়ে আছেন৷ সেখান থেকেই জানােন, তাঁর সঙ্গে খুবই ভাল সম্পর্ক ছিল বুদ্ধবাবুর। পুরোপুরি খেলাপাগল মানুষ ছিলেন তিনি। যখন সৌরভ ভারতের অধিনায়ক, তখন তাঁর সঙ্গে ক্রিকেট নিয়ে বিস্তর আলোচনা হত।

 

টানা ছ’বছর ভারতের ক্যাপ্টেন ছিলেন মহারাজ। তিনি বলেন, ‘‘যত বারই কথা হয়েছে, ক্রিকেট নিয়েই হয়েছে। শুধু সৌরভের ক্রিকেট বা সমকালীন ভারতীয় ক্রিকেট নয়, পঙ্কজ রায়ের ব্যাটিং নিয়েও আলোচনা হয়েছে।’’ পাশাপাশি সৌরভ এও জানান, এত বার বুদ্ধবাবুর সঙ্গে কথা হলেও কোনও দিন রাজনীতি নিয়ে  কোনও আলোচনা তিনি করেননি। রাজনৈতিক ভাবে কিছু করতেও বলেননি। এতটাই ছিল ওঁর উদারতা৷ এখানেই হয়তো সকলের চেয়ে আলাদা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য৷