আহমেদাবাদ: ইতিহাস সৃষ্টি হল। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ করল মোতেরা স্টেডিয়াম। কিন্তু বদলে গেল তার পরিচয়। বুধবার ভারত ও ইংল্যান্ডের মধ্যে দিন-রাতের গোলাপি বলের টেস্ট দিয়ে শুরু হল মোতেরা স্টেডিয়ামের নয়া যাত্রা। স্টেডিয়ামটি উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যদিও উদ্বোধনকালেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নামে স্টেডিয়ামের নতুন নামকরণ করে দেওয়া হল।
বুধবার ভারত ও ইংল্যান্ডের তৃতীয় টেস্ট খেলার আগে মোতেরা স্টেডিয়াম উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন দেশের ক্রীড়ামন্ত্রী কিরন রিজিজু এবং বিসিসিআই সচিব জয় শাহ। দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থার বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেখানে উপস্থিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি যেতে পারবেন না বলে ট্যুইটে জানিয়েছিলেন।
উদ্বোধনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় মোদিজীর ইচ্ছে ছিল গুজরাটের মানুষ খেলা এবং সশস্ত্র বাহিনী বিভাগে উন্নতি করুক। ১ লক্ষ ৩২ হাজার আসন বিশিষ্ট বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের ধারণা ওনারই ছিল। তাই এই স্টেডিয়ামের নাম আজ থেকে ‘নরেন্দ্র মোদী স্টেডিয়াম’ করে দেওয়া হল।” যদিও তিনি আরও জানিয়েছেন, “এই স্টুডিয়ামকে কেন্দ্র করে আমেদাবাদ শহরে একটি বিশাল ক্রীড়াক্ষেত্র তৈরি হবে। যার নাম অবশ্যই হবে ‘সর্দার বল্লভভাই প্যাটেল ক্রীড়াক্ষেত্র’। যার একটি ক্ষুদ্র অংশ হবে এই নরেন্দ্র মোদি স্টেডিয়াম।” তবে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে খুব একটা খুশি নয় রাজনৈতিক ও ক্রীড়ামহল।
প্রসঙ্গত, ১৯৮৩ সালে এই স্টুডিয়াম গঠিত হয়। তার নামকরণ হয় ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল-এর নামে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন আমেদাবাদকে ভারতের ‘ক্রীড়াশহর’ হিসেবে পরিচিতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে নয়া স্টেডিয়ামের সৌন্দর্যে মুগ্ধ হয়েছে ভারত ও ইংল্যান্ডের গোটা দল। এই নিয়ে ইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষ থেকে ট্যুইটও করা হয়েছে।