সাবরমতীর দু’ পারে দু’জন! আমদাবাদে কোথায় রয়েছেন শুভমন-সারা?

আমদাবাদ: হাতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই৷ রবিবার আমদাবাদে হবে বিশ্বকাপ ফাইনালের মহারণ৷ বিশ্বকাপ ফাইনালের সাক্ষী থাকতে তিনি আমেদাবাদে উড়ে যাচ্ছেন, শনিবার সে কথা জানা গিয়েছে। আমদাবাদে পৌঁছেই ছবি দিলেন শচীন-কন্যা সারা তেন্ডুলকর। তিনি কোথায় উঠেছেন, তাও জানিয়েছেন৷ জানা গেল, শুভমন গিল যেখানে রয়েছে, তার খুব কাছেই রয়েছেন সারা। এক কথায় নদীর এ পার ওর ও পার।
আমদাবাদে পৌঁছেই ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের এক বান্ধবীর সঙ্গ ছবি শেয়ার করেন সারা৷ সেখানে হোটেলে বসে তাঁদের একসঙ্গে কিছু খেতে দেখা যায়৷ জানা গিয়েছে, আমদাবাদের ‘দ্য হাউস অফ এমজি’ হোটেলে রয়েছেন তাঁরা। সাবরমতী নদীর পাড়েই রয়েছে এই হোটেল। এই ছবিতে সারার যে বান্ধবীকে দেখা গিয়েছে, তাঁর নাম বেদীকা কৌল ব্যাস। এই বান্ধবীর সঙ্গেই পুণেতে ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছিলেন সারা।
এদিকে, বিশ্বকাপ ফাইনাল খেলতে বৃহস্পতিবারই আমদাবাদে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মার দল। তাঁদের ঠিকানা ‘আইটিসি নর্মদা’ হোটেল। এই হোটেলটিও সাবরমতীর পাড় ঘেঁষে গড়ে উঠেছে। তবে সারা সবরমতীর যে পাড়ের হোটেলে রয়েছেন, তার বিপরীত পারের হোটেলে রয়েছেন সারা।