আশা জাগিয়েও ব্যর্থ, জীবনের শেষ উইম্বলডনে মিক্সড ডাবলসে সেমিতে হার সানিয়ার

আশা জাগিয়েও ব্যর্থ, জীবনের শেষ উইম্বলডনে মিক্সড ডাবলসে সেমিতে হার সানিয়ার

3565fba1aa18dc7a5b03556aa81b5bc3

কলকাতা: আশা জাগিয়েও শেষ রক্ষা হল না৷ টেনিস জীবনের শেষ বছরে উইম্বলডনের মিক্সড ডাবলসের সেমিফাইনালে পৌঁছেও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারলেন না সানিয়া মির্জা৷ গত বারের চ্যাম্পিয়ন জুটি ব্রিটেনের নিল স্কুপস্কি ও আমেরিকার ডিসারি ক্রচিকের কাছে ৬-৪, ৫-৭, ৪-৬ গেমে হেরে গেলেন সানিয়া-পাভিচ জুটি। সানিয়ারা ছিলেন এ বারের উইম্বলডনের ষষ্ঠ বাছাই। দ্বিতীয় বাছাই জুটির কাছে পরাজিত হলেন তাঁরা৷ 

আরও পড়ুন- ৬ বছরে প্রথম, ICC টেস্ট র‌্যাঙ্কিংয়ের প্রথম দশ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

এদিন প্রথম থেকেই লড়াই চালিয়েছিলেন সানিয়ারা৷ প্রথম সেটে পঞ্চম গেমে বিপক্ষের সার্ভিস ব্রেক করে দেন৷ স্কুপস্কির সার্ভে পাভিচের একটি ইনসাইড-আউট ফোরহ্যান্ড রিটার্ন নেটের সামনে সানিয়াকে দারুণ সুযোগ এনে দেয়। এর পর বেসলাইন থেকে সানিয়ার অসাধারণ ফোরহ্যান্ড সামলাতে পারেননি স্কুপস্কি। এর পর পাভিচের ডাউন দ্য লাইন ব্যাকহ্যান্ড। শেষে স্কুপস্কির আনফোর্সড এররে সানিয়াদের সার্ভিস ব্রেক হয়। আর একটু হলে তৃতীয় গেমেই সার্ভিস ব্রেক করে দিচ্ছিলেন সানিয়ারা। তবে তা সম্ভব হয়নি। 

এদিন শুরু থেকেই পায়ে মোটা ব্যান্ডেজ বেঁধে কোর্টে নেমেছিলেন সানিয়া৷ দ্বিতীয় সেটের শুরুতে বাঁ পায়ের সেই চোটের জন্যেই কোর্ট ছাড়তে হয় তাঁকে। চোট নিয়ে খেললেও ম্যাচের শুরুতেই স্কুপস্কি-ক্রচিকের সার্ভিস ভেঙে দেন সানিয়া-পাভিচ জুটি। ৪-৩ এগিয়ে অষ্টম গেমে সানিয়ারা যখন সার্ভিস করতে যাচ্ছেন, তখন অনেকেই মনে করেছিলেন স্ট্রেট সেটে জিতে ফাইনালে উঠবেন তাঁরা। কিন্তু, সানিয়ার দুর্বল সার্ভিস এবং ডাবল ফল্টে ম্যাচ কব্জা করে নেন গত বারের চ্যাম্পিয়নরা। ৪-৪ করে ফেলেন তাঁরা। দ্বাদশ গেমে ফের সানিয়ার সার্ভিস ব্রেক৷ এর পর দুটি অসাধারণ ভলিতে স্কুপস্কি-ক্রচিক ৩০-১৫ পয়েন্টে এগিয়ে যান। এর পরেও চেষ্টা চালিয়েছিলন সানিয়ারা৷ কিন্তু, শেষ রক্ষা হয়নি।