মিক্সড ডাবলস থেকেও বিদায় সানিয়ার, এটাই হয়তো জীবনের শেষ অস্ট্রেলিয়ান ওপেন

মিক্সড ডাবলস থেকেও বিদায় সানিয়ার, এটাই হয়তো জীবনের শেষ অস্ট্রেলিয়ান ওপেন

dcf5dc16551e2de2cf43860028cb4218

সিডনি:  অস্ট্রেলিয়ান ওপেনের ডবলসে প্রথম রাউন্ডে বিদায়ের পরেই অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন সানিয়া মির্জা৷ এবার অস্ট্রেলিয়ান ওপেনের  মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিলেন হায়দরবাদের টেনিস তারকা ও তাঁর মার্কিন পার্টনার রাজীব রাম৷  মঙ্গলবার হারের পর অস্ট্রেলিয়ায় হয়তো এটাই  তাঁর শেষ  ম্যাচ৷ কারণ সানিয়া জানিয়ে দিয়েছেন এই বছরের পর আর টেনিস কোর্টে নামবেন না তিনি৷ 

আরও পড়ুন- ‘প্লিজ ভামিকার ছবি তুলবেন না…’, মেয়ের ছবি ভাইরাল হতেই অনুরোধ বিরাটের

মিক্স ডবলসে অস্ট্রেলিয়ার জে কুবলার ও ডে ফোর্টিস জুটির কাছে ৬-৪, ৭-৬ (৫-৭)-এ হেরে যায় সানিয়া-রাজীব জুটি। প্রথম সেটেই দারুণ দাপট দেখায় অস্ট্রেলীয় জুটি৷ তবে দ্বিতীয় সেট জেতা তাঁদের কাছে সহজ ছিল না৷ রীতিমতো তাঁদের চাপে ফেলেন সানিয়া-রাজীব৷ দাঁতে দাঁত চেপে লড়াই চালান কুবলার ও ফোর্টিস। দ্বিতীয় সেটে একসময়ে ৪-২ এগিয়ে গিয়েছিলেন সানিয়ারা৷ কিন্তু ম্যাটে ফিরতে আপ্রাণ চেষ্টা শুরু করেন অস্ট্রেলীয় জুটি। এক সময় ৪-২ থেকে ৫-৫ হয়ে যায়। এর পরে স্নায়ুর চাপ সামলে ৭-৬-এ দ্বিতীয় সেট জিতে যায় কুবলার-ফোর্টিস। তাঁদের দাপটে কোয়ার্টার ফাইনালেই থেমে যায় সানিয়াদের দৌড়। তাঁদের পিছনে ফেলে সেমিফাইনালে পৌঁছয় কুবলার ও ফোর্টিস জুটি৷

এর আগে মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন সানিয়া ও তাঁর ইউক্রেনের পার্টনার নাদিয়া৷ স্লোভেনিয়ার তামারা জিদানসেক ও কাজা জুভানের কাছে ৪-৬, ৬-৭(৫) হেরে যান তাঁরা। ওই ম্যাচ হারের পরেই সানিয়া জানান, বয়স বাড়ছে৷ চোট সারতে সময় নিচ্ছে৷ আগের মতো নমনীয়তা আর নেই৷ তার উপর কোভিড পরিস্থিতিতে একমাত্র ছেলেকে নিয়ে ট্রাভেল করতেও বেশ সমস্যা হচ্ছে তাঁর৷ তাই এই বছরই শেষ খেলবেন তিনি৷  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *