Aajbikel

কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি, অস্ট্রেলীয় ওপেনের সেমিতে সানিয়া-বোপান্না জুটি

 | 
সানিয়া বোপান্না

কলকাতা:  বর্ণময় টেনিস কেরিয়ার তাঁর। ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার। তবে সেই টেনিস জীবনের একেবারে সায়হ্নে পৌঁছে গিয়েছেন সানিয়া মির্জা। রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছেন তিনি। ব়্যাকেট হাতে জিইয়ে রাখলেন খেতাব জয়ের স্বপ্ন৷ মঙ্গলবার অস্ট্রেলীয় ওপেনের সেমিফাইনালে উঠলেন ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল। শেষ চারে পৌঁছে গিয়েছেন সানিয়া-রোহন।

আরও পড়ুন- স্বপ্নভঙ্গ! ক্রসওভার ম্যাচের পেনাল্টি শুট আউটে হেরে অভিযান শেষ ভারতের


এদিনের ম্যাচে ওয়াকওভার দেন সানিয়াদের প্রতিপক্ষ লাটাভিয়ান-স্প্যানিশ জুটি জেলেনা অস্তাপেঙ্কো ও ডেভিড ভেগা হার্নান্ডেজ। ফলে লড়াই না করেই শেষ চারে উঠে যায় সানিয়া-রোহনের জুটি। আর মাত্র দু’টি ম্যাচ জিতলেই কেরিয়ারে দ্বিতীয়বার অস্ট্রেলীয় ওপেনের মিক্সড ডাবলস ট্রফি জিতে যাবেন সানিয়া৷ 

মঙ্গলবার অস্তাপেঙ্কো ও ভেগার বিরুদ্ধে ম্যাচ খেলার কথা ছিল সানিয়া-রোহনের। কিন্তু, মঙ্গলবার সকালে মহিলাদের সিঙ্গলস ম্যাচে হারার পরই রাতের মিক্সড ডাবলস ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেন জেলেনা। ফলে ম্যাচ না খেলেই শেষ চারে পৌঁছে যান সানিয়ারা। আগামী বৃহস্পতিবার সেমিফাইনাল খেলতে নামবেন সানিয়া-বোপান্না জুটি। প্রসঙ্গত, সোমবার স্ট্রেট সেটে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারতীয় জুটি৷ উরুগুয়ে-জাপানি জুটি এরিয়েল বেহের ও মাকাতো নিনোমিয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ৬-৪, ৭-৬ (১১-৯) স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছন তাঁরা৷ 

ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া আগেই ঘোষণা করেছিলেন, ২০২৩ সালের অস্ট্রেলীয়ান ওপেনই হবে তাঁর শেষ গ্র্যান্ড স্লাম। বছর ৩৭-এর সানিয়া অবশ্য মহিলাদের ডাবলসে ছাপ ফেলতে পারেননি৷ আন্না দানিলিনাকে সঙ্গী করে লড়াইয়ে নেমেছিলেন৷ কিন্তু, দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয় তাঁদের৷ অথচ এক সময় মেয়েদের ডাবলসের ক্রমতালিকায় ১ নম্বর স্থানে ছিলেন সানিয়া। তবে ডাবলসে না পারলেও, জীবনের শেষ গ্র্যান্ডস্লামে বোপান্নার সঙ্গে মিক্সড ডাবলসের সেমিতে পৌঁছে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন সানিয়া।

Around The Web

Trending News

You May like