নয়াদিল্লি: স্বামীর পাশে তিনি বরাবর দাঁড়িয়ে থেকেছেন, মনোবল জুগিয়েছেন, স্ত্রীর দায়িত্ব পালন করেছেন সঠিকভাবে। অবসর ঘোষণার পরও ঠিক একইভাবে স্বামী মহেন্দ্র সিং ধোনিকে সশ্রদ্ধ অভিনন্দন জানালেন স্ত্রী সাক্ষী ধোনি। ভালবাসার খেলাকে বিদায় জানানোর পর স্বামীর মানসিক পরিস্থিতি বুঝেই তাকে উৎসাহ দিতে ইনস্টাগ্রামে মাহিকে উল্লেখ করে পোস্ট দিলেন সাক্ষী। গতবছর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর আর ক্রিকেট মাঠে দেখা যায়নি দেশের প্রাক্তন অধিনায়ককে। বারবার সোশ্যাল মিডিয়া তার অবসর বিতর্কে সরগরম হয়ে উঠেছে। ঘনিয়ে উঠেছে জল্পনার মেঘ। কিন্তু সেসব জল্পনাকে বারবার স্বামীর হয়ে মাঠের বাইরে পাঠিয়েছেন সাক্ষী। কিন্তু এবার সেই অবসর নিলেন ধোনি।
অবসর ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন. “তুমি যা করেছ তার জন্য তোমার গর্ব হওয়া উচিত। খেলায় তোমার সেরাটা দেওয়ার জন্য তোমাকে শুভেচ্ছা। মানুষ হিসেবে তুমি এবং তোমার কৃতিত্বের জন্য আমি গর্বিত। আমি জানি তোমার ভালবাসাকে বিদায় জানাতে অনেক কষ্টে তোমার চোখের জল ধরে রেখেছ তুমি। আগামী দিনে সুস্থতা, আনন্দ এবং অনেক অনেক ভালো ভালো অভিজ্ঞতার জন্য তোমাকে শুভেচ্ছা।” এর সঙ্গে লাভ সাইন ও হাত জোড় করা ইমোজি দেন সাক্ষী। সূর্যাস্তের দিকে তাকিয়ে থাকা ধোনির একটি ছবির সঙ্গে এই পোস্টটি দেন সাক্ষী। মায়া অ্যাঞ্জেলোউয়ের একটি উদ্ধৃতিও তিনি দিয়েছেন এর সঙ্গে, যার অর্থ হল, “মানুষ ভুলে যাবে তুমি কী বলেছিলে, মানুষ ভুলে যাবে তুমি কী করেছিলে, কিন্তু মানুষ কখনও ভুলবে না তুমি তাদের কী মনে করিয়েছ।”
শনিবার স্বাধীনতা দিবসের দিন ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করেন মাহি। ভারতের অন্যতম সফল অধিনায়কের এহেন সাংবাদিক বৈঠক বা আগে থেকে ঘোষণা বিহীন অবসরের সিদ্ধান্তে অবাক হয়েছেন সবাই। এত ভালবাসা দেওয়ার জন্য ফ্যানদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ৩৫০ একদিনের ম্যাচে মোট ১০,৭৭৩ রান সংগ্রহ করেছেন ধোনির। গড় ৫০.৫৭। ১০ টি সেঞ্চুরি ও ৭৩ টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। গত বছরই পঞ্চম ভারতীয় ও সব মিলিয়ে দ্বাদশ ক্রিকেটের হিসেবে একদিনের ক্রিকেট ১০ হাজার রানের মাইলফলক টপকেছেন তিনি। কুমার সঙ্গকারার পরে তিনিই দ্বিতীয় উইকেট কিপার যাঁর একদিনের ক্রিকেটে ১০ হাজার রান আছে। এই মুহূর্তে চেন্নাইয়ে আইপিএলের প্রস্তুতি সারছেন ধোনি। তারমধ্যেই নিজের অবসরের কথা জানান তিনি।