FIFA-র পুরষ্কার পেতে পারে সৈকতের বিশ্বমানের গোল! চর্চায় CFL

FIFA-র পুরষ্কার পেতে পারে সৈকতের বিশ্বমানের গোল! চর্চায় CFL

কলকাতা: দেশের কোনও বড় টুর্নামেন্ট নয়, অন্যতম বড় লিগও এখন বলা চলে না। তবে চলতি বছরের সিএফএল বা ক্যালকাটা ফুটবল লিগ আলাদা রকমভাবে চর্চায় চলে এসেছে শুধু একটি গোলের জন্য। এরিয়ান ক্লাবের হয়ে করা সৈকত সরকারের বিশ্বমানের গোল নিয়ে এখন আলোচনা তুঙ্গে। মঙ্গলবার ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচে দুর্দান্ত সাইডভলিতে গোল করেন সৈকত। এই গোল এখন ফিফার পুরষ্কার পাওয়ার দৌড়ে। 

এরিয়ান ও কাস্টমস ম্যাচে এরিয়ান ২-০ গোলে হারছিল। ম্যাচের ৭৫ মিনিটের মাথায় ফ্রি-কিক পায় এরিয়ান। সেই ফ্রি-কিক থেকেই এই বিশ্বমানের দুরন্ত গোল করেন এরিয়ানের ফুটবলার সৈকত সরকার। এই গোলের পরই তাঁকে নিয়ে বিস্তর আলোচনা চলছে। আইএফএ-এর তরফে জানানো হয়েছে, ফিফার বর্ষসেরা গোলের পুসকার পুরষ্কারের মনোনয়নের জন্য গোলের ভিডিও পাঠানো হয়েছে। এশিয়া থেকে পুসকার অ্যাওয়ার্ড কেউ পেলেও এখনও পর্যন্ত ভারত থেকে কেউই এই পুরষ্কার পাননি। তাই সৈকতের এই গোল যদি ফিফার পুরষ্কার এনে দিতে পারে তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। 

তবে এই গোল নিয়ে খুশি হলেও সৈকত নিজের দলের পারফরমেন্স নিয়ে তেমন খুশি নন। তাঁর কথায়, ম্যাচটা জিতলে আরও ভালো লাগত এবং আপাতত দলও লিগে খুব একটা ভালো জায়গায় নেই। তাই আরও ভালো পারফর্ম করে দলকে সাফল্য এনে দিতে চান তিনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =