Aajbikel

'সেদিন ছোট ছেলেটা আজ বিরাট প্লেয়ার', কোহলির কীর্তিতে বার্তা দিলেন 'ভগবান'

 | 
sachin_virat

মুম্বই: একটি নয়, এক ম্যাচে অন্তত ৩টি রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। এই তিনটির মধ্যে দুটি রেকর্ড এর আগে ছিল শচীন তেন্ডুলকরের। সেটা ভেঙে চুরমার করার পর তাঁর সামনেই নতজানু হয়েছেন 'কিং'। তা দেখে আপ্লুত স্বয়ং ক্রিকেটের ভগবান। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গোটা বিষয়টি নিয়ে। তা দেখে ভক্তরাও আবেগ ধরে রাখতে পারছেন না। 

আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে লেখা হয়েছে নতুন ইতিহাস। ৫০ তম ওডিআই সেঞ্চুরি করে শচীন তেন্ডুলকরকে টপকে গিয়েছেন বিরাট কোহলি। শতরান করেই আগে হেলমেট, গ্লাভস খুলে দু’হাত তুলে শচীনকে প্রণাম জানান বিরাট, হাত ঝুঁকিয়ে কুর্নিশ করেন। বিরাট কোহলির এই কীর্তির দিনে তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে শচীন লেখেন, ''ভারতীয় ড্রেসিং রুমে প্রথমবার তোমাকে দেখেছিলাম তখন সবাই তোমার সঙ্গে মজা করে আমাকে প্রণাম করতে বলেছিল। সেদিন হাসি থামাতে পারিনি। কিন্তু আজ তুমি আমি হৃদয় ছুঁয়েছো।'' 

উল্লেখ্য, একমাত্র ক্রিকেটার হিসাবে ওয়ানডেতে ৫০টি সেঞ্চুরির মালিক হওয়ার পাশাপাশি বিরাট কোহলি এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের নজির গড়েছেন। একমাত্র ব্যাটার হিসাবে বিশ্বকাপের এক সংস্করণে ৭০০ রানের গণ্ডি পেরিয়েছেন তিনি। এই স্থানে আগে শচীন ছিলেন ৬৭৩ রান নিয়ে। বিরাটের আপাতত রান দাঁড়িয়েছে ৭১১।

Around The Web

Trending News

You May like