সচিনের সুপারিশে ‘অধিনায়ক’ ধোনি, খোলসা করলেন শরদ পওয়ার!

সচিনের সুপারিশে ‘অধিনায়ক’ ধোনি, খোলসা করলেন শরদ পওয়ার!

মুম্বই: ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ও সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ-সহ বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি-এর সবকটি ট্রফি জয়ের স্বাদ যে ভারতকে দিয়েছে, সেই মহেন্দ্র সিং ধোনি। যার ভারতীয় দলে আসাটাও যেমন অপ্রত্যাশিত ছিল, দল থেকে অবসর নেওয়াটাও ছিল তেমনি আকস্মিক। কিন্তু ওই সময়ের মধ্যেও অধিনায়ক হিসেবে যে তিনিই ইতিহাসের সফলতম তা বলাই বাহুল্য।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই নীল জার্সিতে অভিষেক ক্যাপ্টেন কুল-এর, এটুকু তো সবারই জানা। কিন্তু সেই সময়ে দলে নামজাদা বর্ষীয়ান ক্রিকেটাররা থাকা সত্ত্বেও দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ধোনির হাতে তুলে দেওয়া হল কেন? কার নির্দেশে এত বড় সিদ্ধান্ত নিল ক্রিকেট বোর্ড? কার দূরদর্শিতায় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সফলতম অধিনায়কের উত্থান হল? অবশেষে খোলসা করলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি শরদ পওয়ার।

সালটা ২০০৭, ভারতের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা বিসিসিআই সভাপতি শরদ পওয়ার পড়েছেন মহা ফাঁপরে। দলের তৎকালীন অধিনায়ক রাহুল দ্রাবিড় আর নেতৃত্বের দায়িত্বে থাকতে চাইছেন না। তার মতে, অধিনায়কত্বের চাপ তার ব্যাটিংয়ের উপর প্রভাব ফেলছে। নেতৃত্বের দায়িত্ব নিতে নারাজ সচিন তেন্ডুলকরও। কিন্তু সামনেই দলের ইংল্যান্ড সফর। অথচ অধিনায়ক নেই।

তখন শরদ পওয়ারকে উপায় বাতলে দিলেন স্বয়ং কিংবদন্তি সচিন তেন্ডুলকর। নিজে নেতৃত্বের ভার না নিলেও তিনি শরদকে একটি নাম সুপারিশ করেন। তিনি বলেন, এই সময়ে যদি কেউ দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে তবে এই ছেলেটিই পারবে। প্রসঙ্গত, সেই নাম মহেন্দ্র সিং ধোনি। সচিনের উপদেশ অনুযায়ী শরদ পওয়ার ধোনির হাতেই অধিনায়কত্বের দায়ভার তুলে দেন। বাকিটা ইতিহাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =