ইংল্যান্ড: সদ্য প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির খেলোয়াড়দের ক্রমতালিকা। ভারতের সঙ্গে চলতি সিরিজে প্রথম দুই টেস্টে ইতিমধ্যেই দুটি শতরান করে ফেলেছেন ইংরেজ অধিনায়ক জো রুট। যার সুবাদে আইসিসি ক্রমতালিকায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে দূরত্ব বাড়িয়ে ২ নম্বরে উঠে এলেন জো রুট। ভারতীয় অধিনায়ক তালিকায় রয়েছেন সেই ৫ নম্বরেই। চলতি সিরিজ তার জন্য খুব একটা ভালো যাচ্ছে না। দুই টেস্টের চার ইনিংসে এখনও অর্ধশতরানের মুখও দেখেননি তিনি।
ব্যাটিং তালিকায় প্রথম দশে আরও দুই ভারতীয় রয়েছেন। অধিনায়ক কোহলির ঠিক পরেই ৬ নম্বরে রয়েছেন রোহিত শর্মা এবং তারপরে ৭ নম্বরে রয়েছেন ঋষভ পন্থ। ব্যাটসম্যানদের তালিকায় বড়সড় লাফ মেরেছেন কে এল রাহুলও। লর্ডসে শতরান করে অনার বোর্ডে জায়গা করে নেওয়ার পাশাপাশি তালিকায় ১৯ ধাপ উঠে ৩৭ নম্বরে জায়গা করেছেন তিনি। বোলারদের ক্রমতালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তারপরেই দুই নম্বরে নিজের জায়গা সুরক্ষিত রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। তালিকায় একধাপ উঠে ৬ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।
অন্যদিকে, বোলারদের তালিকায় এক ধাপ নেমে ১০ নম্বরে গিয়ে থেমেছেন যশপ্রীত বুমরাহ। অলরাউন্ডারদের ক্রমতালিকায় একধাপ নেমে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি এখন তিন নম্বরে রয়েছেন। যার ফলে ক্রিকেট থেকে বিরতি নেওয়ার মধ্যেও তিন নম্বর থেকে দুই নম্বরে উঠে গিয়েছেন বেন স্টোকস। অলরাউন্ডারদের চতুর্থ স্থানে নিজের জায়গা বজায় রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন।