ধোনিকে ছুঁলেন রোহিত, গড়লেন নয়া রেকর্ড

নয়াদিল্লি: মাউন্ট মাউনগানুইয়েতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নিশ্চিত করেছে ভারত৷ সোমবারে ভারতের জয়ের অন্যতম কারিগর রোহিত শর্মা৷ তাঁর চওড়া ব্যাটে ভর করে কিউইদের সাত উইকেটে হারিয়েছে ভারত৷ ৭৭ বলে ৬২ রানের ইনিংস খেলেন হিটম্যান যাতে দুটি ছয়ও সামিল ছিল৷ পাশাপাশি এদিন একদিনের ক্রিকেটে ছক্কা হাঁকানোয় মহেন্দ্র সিং ধোনিকেও ছুঁয়ে ফেললেন রোহিত৷ ৩৩৭টি একদিনের ম্যাচে ভারতের

ধোনিকে ছুঁলেন রোহিত, গড়লেন নয়া রেকর্ড

নয়াদিল্লি: মাউন্ট মাউনগানুইয়েতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নিশ্চিত করেছে ভারত৷  সোমবারে ভারতের জয়ের অন্যতম কারিগর রোহিত শর্মা৷ তাঁর চওড়া ব্যাটে ভর করে কিউইদের সাত উইকেটে হারিয়েছে ভারত৷ ৭৭ বলে ৬২ রানের ইনিংস খেলেন হিটম্যান যাতে দুটি ছয়ও সামিল ছিল৷ পাশাপাশি এদিন একদিনের ক্রিকেটে ছক্কা হাঁকানোয় মহেন্দ্র সিং ধোনিকেও ছুঁয়ে ফেললেন রোহিত৷

৩৩৭টি একদিনের ম্যাচে ভারতের হয়ে ২১৫টি ছয় মেরেছেন মাহি। মাউন্ট মাউনগানুইয়েতে দুটি ছক্কা হাঁকিয়ে একদিনের ম্যাচে রোহিতও ২১৫টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন। যদিও ধোনির থেকে অনেক কম ম্যাচ খেলে এই রেকর্ড গড়লেন হিটম্যান(১৯৯)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =