ইংল্যান্ড: সফরের দ্বিতীয় টেস্টেই ক্রিকেটের মক্কা লর্ডসে রূপকথার গল্পের মতো জয় ছিনিয়ে নিয়েছে ভারত। তৈরি হয়েছে বহু রেকর্ড। তেমনি একটি বিরলতম রেকর্ডের অধিকারী হয়েছেন ভারতের তারকা ওপেনার রোহিত শর্মা। বিশ্বের এক নম্বর ক্রিকেটার হিসেবে যে কোনো একটি প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই এক ম্যাচে ১০০ বা তার বেশি রান করে দলকে জেতানোর রেকর্ড গড়েছেন তিনি। এই রেকর্ড এখনও পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে কারোর নেই।
সহজ ভাষায় বলতে গেলে, সদ্য সমাপ্ত লর্ডস টেস্ট-সহ ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে একটি করে একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি ম্যাচে যখন রোহিত শর্মা ১০০ বা তার বেশি রান করেছেন তখন ভারত জিতেছে। লর্ডসে সদ্য সমাপ্ত দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৩ রান ও দ্বিতীয় ইনিংসে ২১ রান মিলিয়ে ১০৪ রান করেছেন রোহিত। এবং ঐতিহাসিকভাবে এই টেস্ট জিতে নিয়েছে ভারত।
২০১৮ সালের ১২ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে একদিনের ম্যাচে ১৩৭ রানে অপরাজিত ছিলেন রোহিত। ওই ম্যাচও জিতে নেয় ভারত। ওই একই বছরে ঠিক চার দিন আগে ৮ জুলাই ব্রিস্টলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১০০ রানে অপরাজিত ছিলেন। ওই ম্যাচেও ভারতের ভাগ্যে জয় লেখা হয়। এইভাবেই বিরল রেকর্ডের অধিকারী হলেন রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে অন্তত একটি করে টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি ম্যাচে ভারত যখন জয় পেয়েছে রোহিতের তখন সেই ম্যাচে ১০০ বা তার বেশি রানের যোগদান রয়েছে।